ETV Bharat / international

ফ্রান্সেই রইলেন 25 ভারতীয়, 4 দিন পর বাকিদের নিয়ে সকালে মুম্বইয়ে ফিরল আটক বিমান

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 8:45 AM IST

Updated : Dec 26, 2023, 3:22 PM IST

ETV Bharat
ETV Bharat

Plane grounded in over Human Trafficking: মানব পাচার সন্দেহে যে বিমান প্যারিসে জরুরি অবতরণ করেছিল, সেই ভারতীয় বিমানযাত্রীদের উদ্ধার করে মুম্বই ফেরাল ফরাসি প্রশাসন ৷ মঙ্গলবার ভোরে সেই বিমান পৌঁছল মুম্বই ৷

মুম্বই, 26 ডিসেম্বর: 276 জন যাত্রীকে নিয়ে ফ্রান্সে জরুরি অবতরণ করা চার্টার্ড বিমান ফিরল মুম্বইয়ে ৷ এই বিমানে মানব পাচার করা হচ্ছে বলে অভিযোগ ছিল ৷ আজ মঙ্গলবার ভোরবেলা সেটি মুম্বইয়ে অবতরণ করে ৷ যাত্রীদের বেশিরভাগই ভারতীয় ৷ একজন কর্মকর্তা জানিয়েছেন, ভোর 4টের পরপরই বিমানটির এয়ারবাস A340 অবতরণ করে ৷ স্থানীয় সময় দুপুর আড়াইটের দিকে প্যারিসের কাছে অবস্থিত ভ্যাট্রি বিমানবন্দর থেকে এটি যাত্রা করে ৷

ফরাসি কর্তৃপক্ষের মতে, মুম্বইয়ের উদ্দেশ্যে উড়ানের সময় বিমানটিতে 276 জন যাত্রী ছিলেন ৷ দুই নাবালক-সহ 25 যাত্রী অ্যাসাইলামে থাকার জন্য আবেদন করেছেন । দুই স্থানীয় এক কর্মকর্তা জানান, যখন ফ্লাইটটি ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করে তখন বোর্ডে থাকা 303 জন ভারতীয় যাত্রীর মধ্যে 11 জন সঙ্গীহীন নাবালক ছিল ৷

প্রসঙ্গত, রোমানিয়ান চার্টার কোম্পানি লিজেন্ড এয়ারলাইন্স দ্বারা পরিচালিত এই বিমানটি আরব আমিরশাহী থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিকারাগুয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল ৷ মাঝপথে বৃহস্পতিবার জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তা প্যারিস থেকে 150 কিলোমিটার দূরে ভ্যাট্রি বিমানবন্দরে অবতরণ করে ৷

প্রশাসনের তরফ থেকে জানানো হয়, তাঁদের কাছে আগে থেকেই খবর ছিল যে এই বিমানটিতে মানব পাচার করা হতে পারে ৷ এই অবস্থায় সেটি জরুরি অবতরণ করতেই যাত্রীদের প্রথমে বিমান থেকে নামিয়ে লাউঞ্জে রাখা হয় ৷ এইসব আটকে পড়া যাত্রীদের জন্য অস্থায়ী বিছানার ব্যবস্থা করা হয়েছিল ৷ বাথরুম ও শাওয়ার ব্যবহার করতে দেওয়া হয় ৷ ভ্যাট্রি বিমানবন্দরের হলে খাবার ও গরম পানীয় সরবরাহ করা হয় ৷ আজ উদ্ধার হওয়া ভারতীয়দের নিয়ে মুম্বই পৌঁছল বিমান ৷ ফরাসি কর্তৃপক্ষ একটি ইউনিট-সহ ভ্রমণের শর্ত এবং উদ্দেশ্য জানতে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে ।

মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের জন্য নিকারাগুয়া একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে । ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল (সিবিপি) দ্বারা প্রাপ্ত তথ্য অনুসারে, 2023 সালের আর্থিক বছরে 96 হাজার 917 জন ভারতীয় অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছে ৷ যা আগের বছরের থেকে 51.61 শতাংশে লাফিয়ে বেড়েছে ।

সিবিপির তথ্য অনুযায়ী, এই ভারতীয়দের মধ্যে অন্তত 41 হাজার 770 জন মেক্সিকান স্থল সীমান্ত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিল । নিকারাগুয়া বা তৃতীয় দেশের ফ্লাইট যেখানে ভ্রমণের নথি পাওয়া সহজ হয় ৷ এগুলি 'ডানকি' ফ্লাইট নামে পরিচিত ।

আরও পড়ুন :

1 মানব পাচার সন্দেহ ! 303 ভারতীয়-সহ ফ্রান্সে জরুরি অবতরণ বিমানের

2 মানব পাচার মামলায় দালের মেহেন্দির দু'বছরের জেল

3 আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত বিহারের 2 দুষ্কৃতী

Last Updated :Dec 26, 2023, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.