ETV Bharat / international

Pele Health Update: 'এন্ড অফ লাইফ কেয়ারে' কিংবদন্তি, উদ্বেগে ফুটবল দুনিয়া

author img

By

Published : Dec 4, 2022, 6:53 AM IST

Updated : Dec 4, 2022, 7:41 AM IST

মহাতারকা পেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে প্যালিয়েটিভ বা 'এন্ড-অফ-লাইফ-কেয়ার' সাপোর্টে স্থানান্তরিত করা হয়েছে, জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ (Pele in palliative care) ৷

Pele
ETV Bharat

সাও পাওলো (ব্রাজিল), 4 ডিসেম্বর: কিংবদন্তি ফুটবল তারকা পেলে এখন 'এন্ড-অফ-লাইফ' কেয়ার সাপোর্টে ৷ 30 নভেম্বর তাঁকে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভরতি করা হয় ৷ শেষ 24 ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ ফুটবলের এই বরপুত্র মারণ রোগ ক্যানসারে আক্রান্ত ৷ তাঁর কেমোথেরাপি চলছিল ৷ কিন্তু তাতে সাড়া দিচ্ছিলেন না 82 বছর বয়সি পেলে ৷ পরে তাঁকে হাসপাতালের 'এন্ড-অফ-লাইফ' কেয়ারে স্থানান্তরিত করা হয়, জানিয়েছে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ব্রাজিলিয়ান সকার পেলের ক্যানসার ধরা পড়ে 2021 সালের সেপ্টেম্বরে ৷ তার চিকিৎসা চলছিল ৷ পাশাপাশি তাঁর শ্বাসযন্ত্রে সংক্রমণ হয়েছিল ৷ তাই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয় (Pele moved to palliative care as cancer therapy hits roadblock) ৷

যে সব রোগীর জীবনহানির আশঙ্কা থাকে অথবা যাঁরা এমন কোনও রোগে ভুগছেন, যার ফলে মৃত্যু অবশ্যম্ভাবী- এমন রোগীদের শারীরিক আরামের জন্য প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয় ৷ 1940 সালের 23 অক্টোবর দক্ষিণ আমেরিকার ব্রাজিলে জন্মগ্রহণ করেন এডসন আরান্তেস দো নাসিমেন্তো (Edson Arantes do Nascimento), যিনি পেলে নামেই পরিচিত ৷

আরও পড়ুন: আরোগ্য প্রার্থনার জন্য অনুরাগীদের ধন্যবাদ পেলের

1958-য় সুইডেনে ফিফা ওয়ার্ল্ড কাপে (FIFA World Cup) ব্রাজিলের হয়ে প্রথম গোল করে সবার নজর কেড়েছিলেন তিনি ৷ তখন ফুটবল সম্রাটের বয়স মাত্র 17 বছর 239 দিন ৷ এত কম বয়সে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে প্রথম গোলের তাঁর এই রেকর্ড এই বিশ্বকাপ শুরুর আগে পর্যন্ত কেউ ভাঙতে পারেনি ৷ 92টি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় 77 টি গোল করেছেন ব্রাজিলিয়ান সকার ৷ 1958, 1962 এবং 1970 সালে ফিফা বিশ্বকাপ জিতেছে ব্রাজিল ৷ তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ডও একমাত্র তাঁর দখলে ৷ 2000 সালে ফিফা তাঁকে শতকের খেলোয়াড় 'প্লেয়ার অফ দ্য সেনচুরি' (Player of the century) পুরস্কারে সম্মানিত করে ৷

হাসপাতাল থেকেই চিকিৎসক, ভক্তদের জন্য একটি বিবৃতিতে পেলে লেখেন, "অনেক আশা রয়েছে, আমি এখনও শক্ত আছি ৷ আমার যেমন চিকিৎসা চলে, চলছে ৷ চিকিৎসক এবং যাঁরা আমার নার্সিং করছেন- তাঁদের আমি ধন্যবাদ জানাতে চাই ৷" এই বার্তায় তিনি অনুরাগীদের উদ্দেশ্যে জানান, "ঈশ্বরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ৷ সারা দুনিয়া থেকে আপনারা যে সব ভালোবাসার মেসেজ পাঠাচ্ছেন, সেটাই আমায় পুরোপুরি চাঙ্গা করে রাখছে ৷" চলতি বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখার আবেদন জানান ব্রাজিল তথা বিশ্ব ফুটবেলর মহাতারকা, তাঁর এই শেষ পোস্টে ৷

আরও পড়ুন: অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে ভর্তি ফুটবল সম্রাট পেলে

Last Updated : Dec 4, 2022, 7:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.