ETV Bharat / international

চরম আবহাওয়ার জের, বিশ্বব্যাপী প্রতি 12টির মধ্যে একটি হাসপাতাল বন্ধের সম্ভাবনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 10:18 PM IST

risk of hospital shutdowns
চরম আবহাওয়া

Hospitals in Eye of Storm: ক্রস ডিপেনডেন্সি অ্যানালাইসিসের রিপোর্ট অনুযায়ী, জীবাশ্ম জ্বালানি দ্রুত পর্যায়ক্রমে ছাড়া না হলে বিশ্বব্যাপী 12টির মধ্যে একটি হাসপাতাল চরম আবহাওয়ার কারণে সম্পূর্ণ বা আংশিক বন্ধের সম্ভাবনা তৈরি হবে ৷ মোট 16 হাজার 245টি হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে ।

লন্ডন/হায়দরাবাদ, 3 ডিসেম্বর: জলবায়ু পরিবর্তনের জেরে চরম আবহাওয়া ৷ এর ফলে আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বিশ্বব্যাপী প্রতি 12টি হাসপাতালের মধ্যে একটি ৷ যদি না বিভিন্ন দেশ জীবাশ্ম জ্বালানি নির্গমন রোধ করতে পারে ৷ এমনই বিস্ফোরক তথ্য শনিবার ক্রস ডিপেনডেন্সি অ্যানালাইসিসের তরফে প্রকাশিত নতুন রিপোর্টে উঠে এসেছে ৷

ক্রস ডিপেনডেন্সি অ্যানালাইসিস (এক্সডিআই) হল ভৌত জলবায়ু ঝুঁকি বিশ্লেষণে বিশ্বের মধ্যে সেরা । এই সংস্থা বলেছে, হাসপাতাল বন্ধ হয়ে গেলে মানুষ বিপদে পড়বে ৷ হ্যারিকেন, তীব্র ঝড়, বন্যা, জঙ্গলে আগুন এবং অন্যান্য বিপর্যয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষ হাসপাতালের জরুরি পরিষেবা পাবে না ৷ যখন তাদের সবচেয়ে বেশি হাসপাতালের প্রয়োজন ৷ এক্ষেত্রে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলি সবচেয়ে বেশি সমস্যায় পড়বে ৷

ক্রস ডিপেনডেন্সি ইনিশিয়েটিভের ডিরেক্টর অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি কার্ল ম্যালন একটি প্রেস বিবৃতিতে বলেছেন, "জলবায়ু পরিবর্তন ক্রমবর্ধমানভাবে বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে । যখন গুরুতর বা চরম আবহাওয়ার ফলে হাসপাতাল বন্ধ হয়ে যায় তখন কী ঘটে? আমাদের বিশ্লেষণ দেখায় যে জীবাশ্ম জ্বালানি দ্রুত পর্যায়ক্রমে ছাড়তে হবে ৷ তা না হলে বিশ্বব্যাপী স্বাস্থ্যক্ষেত্রে ঝুঁকি আরও বাড়বে ৷ যেহেতু সেসময় হাজার হাজার হাসপাতাল সংকটের সময় পরিষেবা দিতে অক্ষম হয়ে পড়বে ৷"

রিপোর্ট অনুসারে, জীবাশ্ম জ্বালানি দ্রুত পর্যায়ক্রমে ছাড়া না-হলে বিশ্বব্যাপী প্রত্যেক 12টির মধ্যে একটি হাসপাতাল একবিংশ শতাব্দীর শেষ নাগাদ সম্পূর্ণ বা আংশিক বন্ধ হওয়ার উচ্চ ঝুঁকি থাকবে ৷ সবমিলিয়ে মোট 16 হাজার 245টি হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে । এই স্তরের ঝুঁকির ক্ষেত্রে একটি আবাসিক বা বাণিজ্যিক ভবন বীমাও কোনও কাজে আসবে না ৷

রিপোর্টে বলা হয়েছে, এই 16 হাজার 245টি হাসপাতালের সবক'টিরই অভিযোজন প্রয়োজন। এমনকী এই বিপুল বিনিয়োগের সঙ্গেও স্থানান্তরই অনেকের জন্য একমাত্র বিকল্প হবে । 2100 সালের মধ্যে উচ্চ ঝুঁকি হিসাবে চিহ্নিত 16 হাজার 245টি হাসপাতালের মধ্যে 71 শতাংশ (11 হাজার 512) নিম্ন ও মধ্য আয়ের দেশে রয়েছে ৷

আরও পড়ুন:

  1. ঠিক কতটা উষ্ণ ছিল 2022 ? গবেষণায় উঠে এল ভয়াবহ তথ্য
  2. শীতকালে বাড়ে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকের সমস্যা
  3. বাড়তে থাকা তাপপ্রবাহে বড় প্রভাব জলবায়ু ও মানুষের শরীরে, দাবি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.