ETV Bharat / international

Riots in France: পুলিশের গুলিতে নিহত ডেলিভারি বয় ! একটি মৃত্যুতে জ্বলছে ফ্রান্স; গ্রেফতার 994 জন

author img

By

Published : Jul 1, 2023, 1:53 PM IST

ETV Bharat
ফ্রান্স জ্বলছে

প্রশ্নের উত্তরে পুলিশ সন্তুষ্ট না-হলে অথবা পুলিশ যদি মনে করে তাঁর জীবন বিপদে, তাহলে তিনি গুলি চালাতে পারেন ৷ তারই বলি হয়েছে 17 বছর বয়সি এক ডেলিভারি বয় ৷ তারপর থেকেই উত্তাল সমগ্র ফ্রান্স ৷ শনিবার তাঁর শেষকৃত্য হবে ৷ আর এদিনই গ্রেফতার হয়েছেন নশোর বেশি বিক্ষুব্ধ জনতা ৷

প্যারিস, 1 জুলাই: একটি মৃত্যুতে জ্বলছে ফ্রান্স ৷ দেশের অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছেন, শনিবার রাত পর্যন্ত 994 জন প্রতিবাদীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ দেশের বিভিন্ন প্রান্তে কোথাও বাড়িতে আগুন তো কোথাও বাণিজ্যিক ভবনে আগুন ৷ রাস্তায় গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া দিচ্ছে বিক্ষুব্ধ জনতা ৷ মঙ্গলবার একটি 17 বছরের তরুণের মৃত্যু হয় পুলিশের গুলিতে ৷ তারপর থেকে ফ্রান্সে পুলিশ, সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে আমজনতা ৷ আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু এবং তার পরের ঘটনার কথা মনে করিয়ে দেয় তরতাজা তরুণের মৃত্যু ৷

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, প্যারিসের শহরতলি নানতেরেতে 17 বছর বয়সি একটি ডেলিভারি বয়কে গুলি করে হত্যা করে পুলিশ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় নায়েলের ৷ সরকারি তরফে, পুলিশের অভিযোগ, ওই ছেলেটির জন্য পুলিশ আধিকারিকের জীবন বিপন্ন হয়ে গিয়েছিল ৷ ওই ছেলেটি নাকি পুলিশকে হুমকি দিয়েছিল সে পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে ৷ তখন বাধ্য হয়ে পুলিশ গুলি চালায় ৷ এই অভিযোগ অস্বীকার করেছেন নায়েলের আইনজীবীরা ৷

তাঁরা ভিডিয়ো ফুটেজ দিয়ে ঘটনাটি প্রমাণ করেন ৷ তাতে পরিষ্কার দেখা যাচ্ছে, একটি হলুদ গাড়িতে চালকের সিটের দিকে ঝুঁকে রয়েছে পুলিশ ৷ গাড়িটির চেকিং চলছিল ৷ গাড়িটি এগিয়ে যাওয়ার আগেই পুলিশ চালককে লক্ষ্য করে গুলি করছে ৷ পরে গাড়িটি একটি পোস্টে ধাক্কা মারে ৷ এরপরই ক্ষেপে ওঠে এলাকার জনতা ৷ পুলিশ টিয়ার গ্যাস চালায় ৷ সেই বিক্ষোভ এখনও চলছে ৷

আরও পড়ুন: উষ্ণতম দিনে উলের টিউনিক পরে প্যারেড, প্রিন্স উইলিয়ামের সামনে অজ্ঞান 3 ব্রিটিশ সৈনিক

ফ্রান্সের আইন অনুযায়ী, কোনও গাড়িচালক পুলিশের সঙ্গে সহযোগিতা না করলে এবং পুলিশ বিপদ বুঝে চালককে গুলি করে, তা অপরাধ নয় ৷ তবে নায়েলের ক্ষেত্রে ঠিক কী হয়েছিল, তার জন্য অভিযুক্ত পুলিশের তদন্ত হবে ৷ আমেরিকার মতো বন্দুকের ব্যবহার নেই ফ্রান্সে ৷ তবে এখানে পুলিশের ঘনঘন গুলিচালনার জন্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমেছিল ৷ 17 বছরের নায়েলের মৃত্যু যেন তাতেই ঘি ঢেলে দিল ৷ এমনিতে দারিদ্র্যতা, বর্ণবৈষম্য, বেকারত্বের মতো সমস্যায় জেরবার দেশের নাগরিকরা ৷ এই ঘটনা ম্যাক্রোঁ সরকারকে ফের চাপের মুখে ফেলল ৷

নায়েলের মৃত্যুতে পুলিশের গুলি চালনা আইন এবং সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে মানুষ ৷ সারারাত রাস্তায় রাস্তায় বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে ৷ তার মধ্যে গাড়ি, ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে বিক্ষুব্ধরা ৷ দোকান লুট করা হচ্ছে ৷ এলোপাথাড়ি গুলিতে 54 বছর বয়সি এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে ফ্রেঞ্চ গুইনিয়ায় ৷

আরও পড়ুন: একের পর এক মিসাইল হানা, রাশিয়ার আক্রমণে ইউক্রেনে মৃত 4

ফ্রান্সের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় কিলিয়ান এমবাপে এই হিংসা থামানোর আবেদন জানিয়েছেন ৷ প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ অভিভাবকদের অনুরোধ করেছেন, তাঁরা যেন সন্তানদের রাস্তায় বেরতে না দেন ৷ অন্যদিকে এই হিংসার ঘটনা ছড়ানোর পিছনে সামাজিক মাধ্যমকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রেসিডেন্ট ৷ শনিবার নায়েলের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ৷ মাত্র 17 বছরে তাঁর মৃত্যুর ঘটনায় রীতিমতো তাণ্ডব চলছে দেশের বিভিন্ন প্রান্তে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.