ETV Bharat / international

Earthquake in Nepal: কাঠমান্ডুতে ভূমিকম্প, কেঁপে উঠল বিহারও; ক্ষয়ক্ষতির খবর নেই

author img

By PTI

Published : Oct 22, 2023, 9:34 AM IST

Updated : Oct 22, 2023, 9:52 AM IST

ETV Bharat
নেপালে ভূমিকম্প

ভূমিকম্পে কেঁপে উঠল কাঠমান্ডু ৷ রিখটার স্কেলে তীব্রতা 6.1 ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফে নজরদারি চলছে।

কাঠমান্ডু, 22 অক্টোবর: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের রাজধানী কাঠমান্ডু ৷ ন্যাশনাল আর্থকুয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার জানিয়েছে, রবিবার সকাল 7.39 মিনিটে এই ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে এর তীব্রতা ছিল 6.1 ৷ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ধাদিং জেলা ৷ মাটির 10 কিলোমিটার গভীরে এই কম্পন হয় ৷ তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে বিস্তারিত খোঁজ-খবর নেওয়ার কাজ শুরু হয়েছে ৷ বিহার থেকেও কম্পন অনুভূত হয়েছে ।

তীব্রতা এতটাই ছিল যে বাগমতী এবং গণ্ডকী এলাকাতেও তা টের পাওয়া গিয়েছে ৷ নেপালে মাঝেমধ্যেই ভূমিকম্প হয় ৷ তিবেটান এবং ইন্ডিয়ান টেকটোনিক প্লেট কাছাকাছি এলেই এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় ৷ প্রতি শতকেই দু'টি প্লেট একে অপরের দিকে 2 মিটার এগিয়ে আসছে ৷ আর এই চাপের ফলে ভূমিকম্প হয়ে থাকে নেপালে ৷

এর আগে 3 অক্টোবর নেপালে ভূমিকম্প হয়েছিল ৷ আর তার জেরে কেঁপে উঠেছিল দিল্লিও ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, এদিন দুপুর 3টো নাগাদ পরপর দু'টি ভূমিকম্প হয় ৷ প্রথম ভূমিকম্পটি হয় দুপুর 2.51 মিনিটে ৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল 6.2 ৷ এর পরপরই আরেকটি ভূমিকম্প হয় ৷ একে আফটার শক বলেই মনে করা হচ্ছে ৷ সেটি 2টো 52 মিনিটে হয় ৷ মাটির 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি হয়েছিল ৷ এর মাত্রা ছিল 4.6 ৷ এর প্রভাবে দিল্লি-সহ উত্তর ভারতের বেশ কয়েকটি অঞ্চল কেঁপে ওঠে ৷

এর আগে 2015 সালের এপ্রিলে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ৷ সেবার কম্পনের তীব্রতা ছিল 7.8 ৷ প্রবল কম্পনে এবং পরবর্তী আফটাকশকে প্রায় 9 হাজার মানুষের মৃত্যু হয়েছিল নেপালে ৷ পোস্ট ডিজ্যাস্টার-নিডস অ্যাসেসমেন্ট বা পিডিএনএ রিপোর্ট অনুযায়ী, বিশ্বে নেপাল 11তম সবচেয়ে ভূমিকম্প-প্রবল দেশ ৷ এবার আবারও ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ৷

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফিগানিস্তানের হেরাট, কয়েকশো মৃত্যুর আশঙ্কা

Last Updated :Oct 22, 2023, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.