ETV Bharat / international

Buckingham Palace Incident: বাকিংহাম প্রাসাদের বাইরে গ্রেফতার সন্দেহভাজন ! এলাকা ঘিরে বিস্ফোরণ পুলিশের

author img

By

Published : May 3, 2023, 9:38 AM IST

Buckingham Palace
বাকিংহাম প্যালেস

এই শনিবার রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ৷ 1953 সালের পর এই শতকে প্রথম কোনও রাজ্যাভিষেক দেখবে বিট্রেন ৷ তার আগে মঙ্গলবার গভীর রাতে প্রাসাদের কাছ থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ ৷

লন্ডন, 3 মে: আসন্ন রাজ্যাভিষেক ৷ তার আগে বাকিংহাম প্যালেসে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে এক সন্দেহভাজন ব্যক্তিকে প্রাসাদের বাইর থেকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির প্রাসাদের প্রবেশদ্বার দিয়ে ভিতরে কিছু জিনিসপত্র ছোড়ে। নিরাপত্তারক্ষীরৈ দ্রুত তাকে গ্রেফতার করে । তার থেকে একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় পুলিশ ৷ তবে ঠিক কেন এই বিস্ফোরণ করা হয়েছে তা পুলিশের তরফে স্পষ্ট করা হয়নি ।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি প্রাসাদের গেটের কাছে এগিয়ে আসে এবং ভিতরে ছুড়ে ফেলে দেয় ৷ পুলিশের সন্দেহ, সেগুলি শটগানের কার্তুজ ৷ তারপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ৷ সন্দেহভাজন ওই ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ পাওয়া গিয়েছে ৷ পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয় ৷ পুলিশের উচ্চাধিকারিক জোসেফ ম্যাকডোনাল্ড একটি বিবৃতিতে জানিয়েছেন, পুলিশ তড়িঘড়ি ওই ব্যক্তিকে আটক করেছে ৷ তাকে হেফাজতে নেওয়া হয়েছে ৷

Police outside Buckingham Palace
বাকিংহাম প্যালেসের বাইরে প্রহরারত পুলিশ

সন্দেহভাজনের গ্রেফতারির সময় রাজা তৃতীয় চার্লস এবং রানি কনসর্ট ক্যামিলা বাকিংহাম প্রাসাদে ছিলেন না । প্রাসাদের আধিকারিকরাও এ নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি ৷ তাঁরা শুধু জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে ৷ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন এবং তদন্ত চলছে ৷

6 মে রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক ৷ শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে হবে এই অনুষ্ঠান ৷ 1953 সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে বসেন ৷ 1953 সালের পর এই 2023 সালে আবারও একইরকম অনুষ্ঠান দেখতে চলেছে ব্রিটেন । সম্প্রতি বাকিংহাম প্রাসাদে পর্যটকদের ভিড় হচ্ছে ৷ আন্তর্জাতিক মিডিয়াগুলিও রাজা তৃতীয় চার্লসের অভিষেকের অনুষ্ঠানটির সম্প্রচারের জন্য প্রাসাদের অন্দরে ঢুকছে ৷ এর পাশাপাশি বহু বিদেশি রাজপরিবারের সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং রাষ্ট্রপ্রধানরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত ৷ তাঁরা নির্দিষ্ট সময়ে ব্রিটেনে এসে পৌঁছবেন ৷ তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গোটা দেশেরই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

রাজপরিবারের রীতি মেনে শনিবার চার্লস এবং ক্যামিলা প্রাসাদ থেকে সোনালি কোচে চড়ে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যাবেন ৷ অভিষেকের পর তাঁরা বাকিংহাম প্রাসাদে ফিরে আসবেন ৷ তাঁদের ঘিরে একটি সামরিক শোভাযাত্রাও হবে ৷ এই অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব ইংল্যান্ডে। তার আগে রাজবাড়ির সামনে থেকে গ্রেফতার সন্দেহভাজন ।

আরও পড়ুন: অভিষেকে রাজা চার্লস থ্রি ও রানির সাজে থাকবে হুগলি-কন্যার ছোঁয়া, পেলেন আমন্ত্রণ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.