ETV Bharat / international

Adani Group Crisis: আদানি গোষ্ঠী কি 'ভারতের এনরন' ? প্রশ্ন প্রাক্তন মার্কিন সচিবের

author img

By

Published : Feb 26, 2023, 9:37 PM IST

Larry Summers says Adani Group Crisis can be Enron Moment of India
ফাইল ছবি

আদানি গোষ্ঠীর পতনে 2001 সালের ঘটনা মনে পড়ে যাচ্ছে প্রাক্তন মার্কিন কোষাগার সচিব এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ল্য়ারি সামার্সের (Larry Summers on Adani Group Crisis) ৷ এ নিয়ে কী আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ?

কলকাতা, 26 ফেব্রুয়ারি: একমাস আগেও বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি ছিলেন ভারতের শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) ৷ আর এশিয়া মহাদেশে তিনিই ছিলেন ধনীতম ৷ কিন্তু, হিন্ডেনবার্গ কাণ্ডের (Hindenburg Research Report) জেরে আজ সেই তিনিই বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার 30 নম্বরে নেমে গিয়েছেন ! তথ্য বলছে, গত একমাসে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার স্টকের দাম কমেছে 12 লক্ষ কোটি টাকা ! আর গৌতম আদানির ব্যক্তিগত সম্পদহানি হয়েছে 80.6 বিলিয়ন মার্কিন ডলারের ! তবে, এই পরিমাণ পরে পদল হতে পারে ৷ প্রাথমিকভাবে প্রকাশ্যে আসা তথ্য বলছে, হিন্ডেনবার্গ কাণ্ডের আগে 60 বছরের গৌতম আদানির সম্পদের আর্থিক মূল্য ছিল 120 বিলিয়ন মার্কিন ডলার ৷ কিন্তু, এখন তাঁর হাতে রয়েছে 40 বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ !

সম্প্রতি আদানি গোষ্ঠীর এই পতনের সঙ্গে মার্কিন শক্তি উৎপাদক সংস্থা এনরনের তুলনা (Enron Moment of India) করা হয় ৷ 2001 সালে প্রকাশ্যে আসে এক বিপুল আর্থিক কেলেঙ্কারি ৷ তার জেরে এনরন সংস্থা ধসে পড়ে ৷ আদানি গোষ্ঠীর হাল দেখে 22 বছর আগের সেই দিনগুলিকে স্মরণ করছেন প্রাক্তন মার্কিন কোষাগার সচিব এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ল্য়ারি সামার্স (Larry Summers on Adani Group Crisis) ৷

আরও পড়ুন: সরকার-মিডিয়া চুপ, একার স্বর আরও তীব্র হবে, টুইটে দাবি মহুয়ার

একটি জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আদানি গোষ্ঠীর বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন ল্যারি ৷ সেখানে তিনি বলেছেন, "আমরা এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে কথা বলিনি ৷ তবে, এমনটা হতেই পারে যে এই ঘটনা আসলে ভারতের এনরন মুহূর্ত ! আমি বিষয়টি অনুমান করতে পারছি ৷ ভারত ক্রমশ বিশ্বের সবথেকে বড় দেশ হয়ে উঠছে ৷ সেখানে (জি20) বৈঠক হচ্ছে ৷ সেই বৈঠকে নানা দিক দিয়ে নানা কৌতূহলের রসদ থাকবে ৷ আমি ভাবছি, এই বিষয়গুলি একসঙ্গে কীভাবে কাজ করবে ? আর যদি আরও বড় কোনও ঘটনা ঘটে যায়, তখন কী হবে ?"

প্রসঙ্গত, হালের হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের মতোই 2001 সালেও একটি তথ্যভাণ্ডার প্রকাশ্যে এসেছিল ৷ তা থেকে জানা যায়, ব্যবসায়িক লোকসান আড়াল করতে এনরন কর্পোরেশন তাদের মুনাফার অঙ্ক ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছে ! এরপরই এনরনের শেয়ারের দাম হুড়মুড়িয়ে পড়তে শুরু করে ৷ শেষমেশ 2007 সালে এই মার্কিন সংস্থায় তালা পড়ে যায় ! উল্লেখ্য, ঠিক একইভাবে আদানি গোষ্ঠীর বিরুদ্ধেও তাদের শেয়ারের দরে কারচুপির অভিযোগ করেছে হিন্ডেনবার্গ রিসার্চ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.