ETV Bharat / international

Afterlife Ritual কবর খুঁড়ে তুলে আনা দেহকে সাজিয়ে গুছিয়ে ফ্যামিলি ফটো তোলেন ওঁরা

author img

By

Published : Aug 19, 2022, 3:56 PM IST

পরিবারের প্রয়াত সদস্য এবং পরলোকে চলে যাওয়া আত্মীয়দের দেহ কবর থেকে বের করে আনেন ইন্দোনেশিয়ার (Indonesia) সুলাওয়েসি দ্বীপের দু'টি গ্রামের বাসিন্দারা ৷ তারপর সেই দেহগুলিকে নতুন পোশাক পরিয়ে সেগুলির সঙ্গেই তোলা হয় ফ্যামিলি ফটো ৷ প্রয়াতদের আশীর্বাদ অক্ষুণ্ণ রাখতে এই প্রথা (Afterlife Ritual) পালন করেন গ্রামবাসী ৷ যার পোশাকি নাম মানেনে (Manene) ৷

Indonesian villagers pull out and dress bodies to perform Afterlife Ritual
Afterlife Ritual কবর খুঁড়ে তুলে আনা দেহকে সাজিয়ে গুছিয়ে ফ্যামিলি ফটো তোলেন ওঁরা

জাকার্তা, 19 অগস্ট: স্মার্ট ফোনে 'ফ্যামিলি ফটো' তুলছেন এক মহিলা ৷ একটি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ সিঁড়ির উপর দাঁড়িয়ে অথবা বসে রয়েছেন বেশ কয়েকজন ৷ তাঁরা সকলে একই পরিবারের সদস্য ৷ সকলেই ক্য়ামেরার দিকে হাসিমুখে তাকিয়ে আছেন ৷ ব্যতিক্রম শুধু তিনজন ৷ তাঁদের মুখে কোনও অভিব্যক্তি নেই ৷ অথচ, তাঁদের পরনে রয়েছে নতুন পোশাক ৷ আরও একটু ভালো করে দেখলে বোঝা যাবে, ওই তিনজনের দেহে আদতে প্রাণই নেই ! বস্তুত, মমির মতো তিনটি শরীরকে দাঁড় করিয়ে রেখেছেন বাকিরা ! এমন দৃশ্য অধিকাংশ মানুষকেই হতবাক করে দেবে ৷ কেউ কেউ হয়তো ভয়ও পাবেন ৷ কিন্তু, এটি আসলে ইন্দোনেশিয়ার দু'টি গ্রামের বহু প্রাচীন প্রথা ৷ যা আজও অক্ষরে অক্ষরে পালন করা হয় ৷

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা ইন্দোনেশিয়ার (Indonesia) সুলাওয়েসি দ্বীপের দু'টি গ্রামের ৷ বছরের একটি নির্দিষ্ট দিনে এখানকার বাসিন্দারা পালন করেন 'মানেনে' (Manene) ৷ যা আদতে পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের একটি প্রথা (Afterlife Ritual) ৷ এই প্রথার আচার-অনুষ্ঠান বাইরের লোকেদের চমকে দেওয়ার পক্ষ যথেষ্ট ৷

Indonesian villagers pull out and dress bodies to perform Afterlife Ritual
রোদে দেহ শুকিয়ে তা পরিষ্কার করা হচ্ছে !

আরও পড়ুন: Anita Bose Pfaff সংরক্ষিত চিতাভস্মের ডিএনএ পরীক্ষায় ভারত ও জাপান সরকারের দ্বারস্থ হবেন নেতাজি কন্যা

সংশ্লিষ্ট একটি শহরেরই বাসিন্দা সুল্লে তোসি ৷ সাংবাদিকদের কৌতূহল নিরসনে তিনি বলেন, "আমরা যখন মানেনে পালন করি, প্রথমেই আমাদের মৃত আত্মীয় ও পরিজনদের কবর খুঁড়ে তাঁদের দেহ বের করে আনি ৷ তারপর সেই কবর আর তার চারপাশ ভালো করে পরিষ্কার করি ৷ এরপর দেহগুলি রোদে ভালো করে শুকনো করা হয় ৷ তারপর সেগুলিকে নতুন পোশাক পরানো হয় ৷"

এলাকার আর এক বাসিন্দা জানালেন, মৃত্যুর পরই দেহগুলি এমনভাবে কফিনবন্দি করে কবর দেওয়া হয়, যাতে বহু বছর ধরে সেগুলি সংরক্ষিত থাকে এবং পচন না ধরে ৷ ফলে মৃতদেহের মাংস, হাড় পচে, গলে যাওয়ার বদলে সেগুলি শুকনো খটখটে হয়ে যায় ৷ তাঁদের এই প্রথা প্রসঙ্গে সংশ্লিষ্ট টোরি গ্রামের প্রধান রহমান বাদুস বলেন, "প্রয়াতদের প্রতি তাঁদের ছেলে-মেয়ে, নাতি, পুতিরা যাতে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে পারেন, তার জন্যই এই রীতি পালন করা হয় ৷ যাঁরা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এভাবেই আমরা তাঁদের আত্মাকে সন্তুষ্ট করি ৷ যাতে প্রয়াণের পরও তাঁদের আশীর্বাদ সর্বদা আমাদের মাথার উপর থাকে ৷ এই আশীর্বাদ আমাদের সুরক্ষা, শান্তি এবং খুশি নিশ্চিত করে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.