ETV Bharat / international

India Russia Relation: ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্থিতিশীল, দাবি এস জয়শঙ্করের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 12:41 PM IST

Updated : Sep 30, 2023, 2:24 PM IST

ETV Bharat
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলছে ৷ এর ফলে পশ্চিমি দেশগুলি নানারকম নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার উপর ৷ এই রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কেমন, তা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

ওয়াশিংটন, 30 সেপ্টেম্বর: ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দুর্দান্ত না হলেও স্থিতিশীল ৷ শুক্রবার মস্কো প্রসঙ্গে বলতে গিয়ে এই কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তাঁর মতে, পশ্চিমি দেশগুলির সঙ্গে রাশিয়ার সম্পর্কে ফাটল ধরেছে ৷ এমতাবস্থায় রাশিয়া এশিয়ার দেশগুলির প্রতি মনোযোগী হবে ৷

এদিন তিনি হাডসন ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৷ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কেমন ? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক স্থিতিশীলই রয়েছে ৷ তিনি আরও জানান, বিগত 70 বছরে প্রতিটি আন্তর্জাতিক সম্পর্কই ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে ৷ তবে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, "ভারত, রাশিয়া ব্যতিক্রমী ৷ সবসময় স্থিতিশীল অবস্থায় ছিল ৷ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এটা স্থিতিশীলই রয়েছে ৷"

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে ৷ এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, "ইউক্রেনে যা হচ্ছে, তাতে মনে হচ্ছে রাশিয়ার সঙ্গে পশ্চিমের দেশগুলির সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে রাশিয়া এশিয়ার দেশগুলির দিকে আরও বেশি করে নজর দেবে, এটাই আশা করা যায় ৷ যদিও ইতিহাস বলছে, রাশিয়া নিজেকে সবসময় ইউরোপের অন্যতম শক্তিধর দেশ হিসেবেই বিবেচনা করে এসেছে ৷"

এস জয়শঙ্করের ভবিষ্যদ্বাণী, রাশিয়া খুব সচেতনভাবেই ইউরোপ, আমেরিকা থেকে দূরে অ-পশ্চিমি দুনিয়ার সঙ্গে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করবে ৷ এশিয়া অর্থনৈতিক খাতে যথেষ্ট এগিয়ে, তাই এশিয়াকে কেন্দ্র করেই রাশিয়ার পুনর্জন্ম হবে ৷

উঠে আসে ভারত-আমেরিকার সম্পর্কের কথা ৷ এস জয়শঙ্কর বলেন, "ভারত এবং আমেরিকার একসঙ্গে কাজ করছে ৷ আজ জাতীয় সুরক্ষার জন্য দুই দেশের মধ্যে আরও বড় দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে ৷"

মার্কিন রাজনৈতিক নেতাদের ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যমূলক মানসিকতা প্রদর্শনের অভিযোগ উঠেছে ৷ এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী বলেন, "আমি এই বিষয়টা জানি ৷ নির্বাচনের জন্য অনেক সময় এই ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হয় ৷ কখনও কখনও সংস্কৃতিগত পার্থক্যের জন্যও এমন মানসিকতা তৈরি হয় ৷ তবে এটুকু বলতে পারি, ভারতের সংস্কৃতি গভীরভাবে বহুত্ববাদী ৷"

আরও পড়ুন: ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে খুবই গুরুত্ব দেয় কানাডা, বললেন ট্রুডো

Last Updated :Sep 30, 2023, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.