ETV Bharat / international

India Expels Senior Canadian Diplomat: ইটের বদলে পাটকেল! কানাডার কূটনীতিককে বহিষ্কার করল ভারত, ছাড়তে হবে দেশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 11:17 AM IST

Updated : Sep 19, 2023, 2:16 PM IST

ভারতে কানাডার শীর্ষ কূটনীতিককে তলব করে জানানো হয়, তাঁকে বহিষ্কার করেছে ভারত সরকার ৷ এর আগে একটি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কানাডায় ভারতের কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডার সরকার ৷

ETV Bharat
কানাডাকে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি ও টরেন্টো, 19 সেপ্টেম্বর: ভারতে কানাডার শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল ভারত ৷ এর আগে কানাডায় ভারতের কূটনীতিককে বরখাস্ত করেছিল জাস্টিন ট্রুডোর সরকার ৷ এর পালটা জবাব দিতে বিন্দুমাত্র দেরি করল না ভারত ৷ মঙ্গলবার সকালেই বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে জানায়, আজ ভারতে কানাডার হাইকমিশনারকে তলব করা হয়েছিল ৷ তাঁকে জানানো হয়েছে, ভারত সরকার ভারতে কানাডার শীর্ষ কূটনীতিককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ৷ আগামী পাঁচদিনের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে কানাডার ওই কূটনীতিককে ৷

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) বিবৃতি প্রকাশ করেন ৷ ওই বিবৃতিতে ভারতে অবস্থিত কানাডার শীর্ষ কূটনীতিককে বরখাস্ত করার কথা জানানো হয়েছে ৷ এছাড়া আরও লেখা হয়েছে, কানাডার কূটনীতিক ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে ৷ এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ভারত সরকার ৷ ভারত-বিরোধী কাজকর্মেও তিনি দখলদারি করেছেন ৷ তাই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে ৷

ঘটনার সূত্রপাত, কানাডায় একটি খুনের ঘটনা নিয়ে ৷ জুন মাসে কানাডায় গুলিতে মৃত্যু হয় হরদীপ সিং নিজ্জরের (45) ৷ তিনি নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্স বা কেটিএফের প্রধান ছিলেন ৷ ভারতে তিনি মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকাভুক্ত ছিলেন ৷ তাঁর মাথার দাম উঠেছিল 10 লক্ষ টাকা ৷ কানাডায় একটি গুরুদ্বারার বাইর দু'জন অজ্ঞাত পরিচয় বন্দুকধারী তাঁকে গুলি করে ৷ এটি পশ্চিম কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সুরিতে অবস্থিত ৷

এই ঘটনায় ভারতের এজেন্ট জড়িত বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ সোমবার কানাডার সংসদে প্রধামন্ত্রী জাস্টিন বলেন, "হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় বিগত কয়েক সপ্তাহে কানাডার নিরাপত্তা সংস্থাগুলি তদন্ত করছে ৷ কানাডার এই নাগরিক খুনের ঘটনায় ভারত সরকারের এজেন্টদের জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷" এই অভিযোগ বিশ্বাসযোগ্য বলে দাবি করেছে কানাডা সরকার ৷ সংসদে কানাডার বিদেশ মন্ত্রী মেলানি জলি নিশ্চিত করেন, ভারতের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডার সরকার ৷

আরও পড়ুন: ভারতের নতুন সংসদ ভবনের নাম 'পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া'

এই অভিযোগ এবং জলির মন্তব্যের তীব্র বিরোধিতা করে ভারত সরকার ৷ ভারতীয় এজেন্টের বিরুদ্ধে এই অভিযোগকে 'ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত' বলে উল্লেখ করে বিদেশমন্ত্রক ৷ এরপর ইটের বদলে পাটকেল ছোড়ে ভারত ৷ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করার কয়েক ঘণ্টা পরেই কানাডার কূটনীতিককে তলব করে ভারত ৷ তাঁকে সোজাসাপটা জানিয়ে দেওয়া হয়, ভারত সরকারও ভারতে থাকা কানাডার কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে ৷ তাঁকে 5 দিনের মধ্যে ভারত ছেড়ে চলে যেতে হবে ৷

Last Updated : Sep 19, 2023, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.