ETV Bharat / bharat

Parliament House of India: ভারতের নতুন সংসদ ভবনের নাম 'পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া'

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 10:25 AM IST

Updated : Sep 19, 2023, 11:14 AM IST

ভারত বনাম ইন্ডিয়া বিতর্কে নয়া মোড় ৷ সংসদের নতুন ভবনের নাম 'পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া' ৷ আজ থেকে নতুন সংসদ ভবনের দুই কক্ষে অধিবেশনের সূচনা হবে ৷

ETV Bharat
দেশের নতুন সংসদ ভবন

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: আজ ভারতের তথা সংসদের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন ৷ সংসদের পুরনো ভবনকে বিদায় জানিয়ে সেন্ট্রাল ভিস্তায় নতুন ভবনে দুই কক্ষের অধিবেশন বসবে ৷ মঙ্গলবার সকালে নতুন সংসদ ভবনের নাম ঘোষণা করল লোকসভার সচিবালয় ৷ এদিন একটি গেজেট নোটিফিকেশনে সচিবালয়ের তরফে জানানো হয়, সংসদের নতুন ভবনের নাম হবে 'পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া' ৷

2024 সালের লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ এর মধ্যে ভারত বনাম ইন্ডিয়া বিতর্ক যখন তুঙ্গে, তখন কেন্দ্রীয় সরকারের এহেন ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷ এমাসের প্রথম দিকে 9-10 সেপ্টেম্বর দিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলন হয় ৷ এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টেবিলে রাখা নেমপ্লেটে ইংরেজিতে 'ভারত' লেখা ছিল ৷ এনিয়ে জোর রাজনৈতিক তরজা শুরু হয় ৷ ইন্ডিয়ার বদলে 'ভারত' শব্দবন্ধ ব্যবহারে ঝড় ওঠে দেশের রাজনীতিতে ৷

দেশে লোকসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে ৷ বিজেপিকে ধরাশায়ী করতে জোট বেঁধেছে বিরোধী দলগুলি ৷ গত জুলাই মাসে কর্ণাটকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ 26টি বিরোধী দলের বৈঠক হয় ৷ সেখানেই বিরোধী জোটের নামকরণ হয় 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা সংক্ষেপে 'ইন্ডিয়া' ৷ এরপর প্রকাশ্যে আসে রাষ্ট্রপতির একটি আমন্ত্রণপত্র ৷

জি-20 শীর্ষ সম্মেলনে বিদেশের রাষ্ট্রনায়কদের দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছিল ৷ 9 সেপ্টেম্বর রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের নৈশভোজের আমন্ত্রণ জানান ৷ সেই আমন্ত্রণপত্রে 'প্রেসিডেন্ট অফ ভারত' লেখা হয়েছিল ৷ এক্ষেত্রে সাধারণত 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া' লেখা হয়ে থাকে ৷ ইন্ডিয়ার বদলে ভারত লেখা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ কংগ্রেস এর তীব্র সমালোচনা করে ৷

আরও পড়ুন: স্মৃতি উসকে অস্তাচলে ইতিহাস...

এর মধ্যে সংসদের বিশেষ অধিবেশন ডাক দেয় বিজেপি সরকার ৷ কংগ্রেস-সহ বিরোধীদের অভিযোগ, 18-23 সেপ্টেম্বর এই বিশেষ অধিবেশনের উদ্দেশ্য স্পষ্ট করে জানায়নি কেন্দ্রীয় সরকার ৷ সোমবার প্রথম দিনে সংসদের 75 বছরের ইতিহাস সম্পর্কে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্য়রা ৷ সেখানে আগাগোড়া 'ভারত' বলেই সম্বোধন করেন তিনি ৷ আজ সেই বিতর্কে নয়া মোড় ৷ নতুন সংসদ ভবনের নামে ইন্ডিয়া শব্দবন্ধই রাখল কেন্দ্রের বিজেপি সরকার ৷ 28 মে এই সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

Last Updated : Sep 19, 2023, 11:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.