ETV Bharat / international

Imran Khan over India Fuel Price : রাশিয়ার থেকে ডিসকাউন্টে তেল কিনেছে ভারত, ইমরানের প্রশংসাসূচক টুইট

author img

By

Published : May 22, 2022, 10:19 AM IST

গতকাল কেন্দ্রীয় সরকার দেশে পেট্রল, ডিজেলের দামে শুল্ক কমানোর কথা ঘোষণা করেছেন ৷ কিছুটা হলেও স্বস্তি ফিরেছে দেশে ৷ ভারত রাশিয়া থেকে ডিসকাউন্টে তেল কিনেছে, জানিয়ে টুইট করলেন ইমরান খান (Imran Khan over India Fuel Price ) ৷ তুললেন আমেরিকার ষড়যন্ত্রের প্রসঙ্গ ৷

Imran Khan Reaction on India Fuel Price
ভারতের তেল কমানো নিয়ে ইমরান খানের প্রতিক্রিয়া

ইসলামাবাদ, 22 মে : দেশে জ্বালানির দাম কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ এই সিদ্ধান্তে মোদি সরকারের প্রশংসা করলেও অন্য়দিকে এই তেল কেনা নিয়ে ভারতকে কটাক্ষ করল পাকিস্তান (Imran Khan over India Fuel Price ) ৷ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর (Pakistan Tehreek-e-Insaf) চেয়ারম্যান একটি টুইট করে 'সাউথ এশিয়া ইনডেক্স'-এর একটি পোস্ট শেয়ার করেন ৷ অন্যদিকে পাকিস্তানের মুসলিম লিগ (এন) সরকারকে মাথা-কাটা মুরগি বলে একহাত নিয়েছেন ৷

সাউথ এশিয়া ইনডেক্স ভারতে তেলের দাম কমানো নিয়ে জানিয়েছে, রাশিয়ার থেকে ডিসকাউন্টে তেল কিনেছে ভারত সরকার ৷ এরপর পেট্রলের দাম 9.50 টাকা/ প্রতি লিটার এবং ডিজেলের দাম 7 টাকা/ প্রতি লিটার কমানোর কমিয়েছে ৷ এই পোস্টটি টুইট করে ইমরান খান লেখেন, ভারত কোয়াড গোষ্ঠীর সদস্য হয়েও আমেরিকার চাপের কাছে মাথা নত করেনি ৷ দেশের মানুষের সুবিধার্থে রাশিয়া থেকে কম দামে তেল কিনেছে ৷ আমাদের সরকার এই কাজটাই স্বাধীন বিদেশনীতির মাধ্যমে করতে চেয়েছিল ৷

  • Quad کا حصہ ہونے کے باوجود بھارت نے امریکی دباؤ برداشت کیا اور اپنے عوام کو سہولت فراہم کرنے کیلئے روس سے سستا تیل خریدا۔ ایک آزاد خارجہ پالیسی کے ذریعے ہماری حکومت بھی اسی کے حصول کیلئے کوشاں تھی۔ pic.twitter.com/sMyYMN66WA

    — Imran Khan (@ImranKhanPTI) May 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযানের পর ক্রমশই তা বিধ্বংসী রূপ নিয়েছে ৷ ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার বিরুদ্ধে ৷ ভারতকেও রাশিয়ার থেকে তেল না-কেনার ইঙ্গিত দিয়েছে আমেরিকা ৷ অন্যদিকে ভারতের মিত্র দেশ রাশিয়া ডিসকাউন্টে তেল কেনার কথা জানালে সেই সুযোগে কম দামে তেল কিনেছে ভারত ৷ তবে এতে ভারত-আমেরিকার কূটনৈতিক সম্পর্কে কতটা চিড় ধরেছে, তা প্রকাশ্যে আসেনি ৷

আরও পড়ুন : Fuel Price Excise Duty Reduced : মোদি সরকারের শুল্ক কমানোর ঘোষণায় ফের সস্তা হচ্ছে পেট্রল-ডিজেল

এপ্রসঙ্গে ইমরান খান তাঁর গদি ওল্টানোর পিছনে আমেরিকার ষড়যন্ত্রের কথা তোলেন ৷ তিনি বর্তমান সরকারকে একহাত নিয়ে বলেন, "'মীর জাফর এবং মীর সাদিগ' জোরদবরদস্তি সরকার বদলের সময় বাইরের চাপের কাছে মাথা নুইয়েছেন ৷ তাঁরা এখন মাথা-কাটা মুরগি আর লেজের কাছে অর্থনীতিটাকে ঝুলিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন ৷ আমাদের সরকারের কাছে পাকিস্তানের স্বার্থটাই সবার আগে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.