ETV Bharat / international

IBM Layoffs: চাকরি যাবে 3 হাজারেরও বেশি কর্মীর , মাইক্রোসফটের পর ছাঁটাই আইবিএমেও

author img

By

Published : Jan 26, 2023, 1:11 PM IST

Updated : Jan 26, 2023, 1:37 PM IST

IBM Job Cut
আইবিএম

টুইটার, অ্যামাজন, মেটা, গুগল, মাইক্রোসফট এবং আইবিএম ৷ তাবড় বহুজাতিক সংস্থাগুলি কর্মীর সংখ্যা কমাচ্ছে ৷ বিশেষজ্ঞদের মতে মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির জন্য খরচ কমানোর দিকে ঝুঁকেছে কোম্পানিগুলি (IBM to cut off jobs over 3 thousands) ৷

নিউইয়র্ক, 26 জানুয়ারি: একের পর এক বহুজাতিক সংস্থা কর্মী ছাঁটাই করছে ৷ এবার সেই পথে হাঁটছে এবার দ্য ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস বা আইবিএম ৷ মিডিয়া ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত রিপোর্ট বলছে, আইবিএম-এর 3 হাজার 900 জন কর্মীর চাকরি যেতে পারে (IBM to layoff, reports Wall Street Journal) ৷ স্বভাবতই এই খবর ঘিরে কর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে ।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, সংস্থার 2 লক্ষ 80 হাজার কর্মচারীর মধ্যে 1.4 শতাংশ কর্মচারী ছাঁটাই হতে পারে ৷ তেমনটাই জানানো হয়েছে আইবিএম-এর সাম্প্রতিক বার্ষিক রিপোর্টে (IBM Annual Report) ৷ মার্কিন ডলারের মুদ্রাস্ফীতির ফলে এই তথ্যপ্রযুক্তি সংস্থাকে 100 কোটিরও (USD 1 billion) বেশি মার্কিন ডলার আয়কর দিতে হয়েছে ৷ চলতি অর্থবর্ষের চতুর্থ কোয়ার্টারে কোম্পানি ফ্ল্যাট সেল জানিয়েছে আইবিএম ৷ 31 ডিসেম্বর চতুর্থ কোয়ার্টারের সময় শেষ হয় ৷ এর মধ্যে প্রতিটি শেয়ারের দাম 2.96 মার্কিন ডলার এবং মোট রোজগার 271 কোটি মার্কিন ডলার (2.71 Billion), জানিয়েছে আইবিএম (The International Business Machines) ৷ এক বছর আগে শেয়ারের মূল্য ছিল 2.57 মার্কিন ডলার এবং সংস্থার মোট রোজগার ছিল 233 কোটি ৷

আরও পড়ুন: প্রযুক্তি ক্ষেত্রে বাড়ছে চাকরির সংকট, এবার গুগল ছাঁটাই করল 12 হাজার কর্মী

জার্নাল জানিয়েছে, বেশির ভাগ তথ্যপ্রযুক্ত কোম্পানিগুলি অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ৷ তাই তারা খরচ কমাতে চাইছে ৷ মন্দা আরও কত সময় ধরে দীর্ঘস্থায়ী হতে পারে, সেই সম্ভাবনাও অন্যতম কারণও তাদের চাপে ফেলেছে ৷ তাই টুইটার, অ্যামাজন, মেটা, মাইক্রোসফট- সবাই ছাঁটাইয়ের পথে হাঁটছে ৷ ছ'বছরেরও বেশি সময়ের মধ্যে আয় বৃদ্ধিতে রেকর্ড পরিমাণ হ্রাস হয়েছে মাইক্রোসফট কর্পোরেশনের (Microsoft Corporation layoffs) ৷ তাই বুধবার তারাও কর্মী কমানোর কথা ঘোষণা করেছে ৷ সম্প্রতি গুগলও 12 হাজার কর্মী (Google layoff 12000) ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে ৷

Last Updated :Jan 26, 2023, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.