ETV Bharat / international

Donald Trump Released: আধ ঘণ্টারও কম সময় জেলে রইলেন ! 2 লক্ষ টাকার বন্ডে মুক্তি ট্রাম্পের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 8:01 AM IST

Updated : Aug 25, 2023, 8:31 AM IST

ETV Bharat
ডোনাল্ড ট্রাম্প এবং আটলান্টার জেলে তাঁর মাগশট

নির্বাচনে প্রভাব খাটিয়ে কারচুপি করতে চেয়েছিলেন ৷ এই অভিযোগে জেলে নিয়ে যাওয়া হল ট্রাম্পকে ৷ নিয়ম মেনে অন্য বন্দিদের মতো নির্দিষ্ট ভঙ্গিমায় ছবিও তোলা হল ৷ কিন্তু বেশিক্ষণ থাকতে হল না জেলে ৷ লক্ষাধিক টাকার বন্ডে স্বাক্ষর করতে রাজি হলেন আমেরিকার প্রাক্তন প্রথম নাগরিক ৷

আটলান্টা, 25 অগস্ট: এলেন, দেখলেন এবং জয় করলেন ৷ এই প্রবাদটিই যেন সত্যি প্রমাণ করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ জর্জিয়ায় নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় ৷ এরপর স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তাঁকে ফাল্টন কাউন্টি জেলেও পাঠানো হয় ৷ তবে জেল রেকর্ড বলছে, তিনি খুব বেশি হলে 20 মিনিট মতো সেখানে ছিলেন ৷ তারপর 2 লক্ষ ডলারের বহুমূল্য বন্ডে স্বাক্ষর করে ছাড়া পেয়ে যান ডোনাল্ড ট্রাম্প ৷

জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "আমি কোনও ভুল করিনি ৷ আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা বিচার ব্যবস্থার সঙ্গে মশকরা করার সামিল ৷ আমাদের মনে হতেই পারি কোনও নির্বাচনে কারচুপি করা হয়েছে ৷ সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের একে চ্যালেঞ্জ করার অধিকার আছে ৷"

আরও পড়ুন: 'জনসাধারণ জানে আমি কে', প্রেসিডেন্সিয়াল বিতর্ক সভায় নেই ট্রাম্প

2 লক্ষ মার্কিন ডলারের একটি বন্ডের বিনিময়ে ট্রাম্প জেল থেকে ছাড়া পেয়ে যান ৷ সূত্রে জানা গিয়েছে, বন্ড ছাড়া তাঁর উপর আরও বেশ কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে ৷ তাতে বলা আছে, তিনি সামাজিক মাধ্যমে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করতে পারবেন না ৷ ডোনাল্ড ট্রাম্প এই বন্ডের মাত্র 10 শতাংশ টাকা দিয়েছেন ৷ বাকিটা মেটানোর জন্য আটলান্টার একটি বন্ডিং কোম্পানির সঙ্গে কথা বলেছেন ৷ 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প ৷

জেলে যাওয়ার পর নিয়ম অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পেরও ছবি তোলা হয় ৷ সেই ছবিটি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ৷ এর আগে বৃহস্পতিবার সকালে ট্রাম্প আটলান্টার ফালটন কাউন্টি জেলে নিজেই ধরা দিয়েছিলেন ৷ 2020 সালে জর্জিয়ার নির্বাচনে কারচুপি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে ৷ তারই বিচার প্রক্রিয়া চলছে।

Last Updated :Aug 25, 2023, 8:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.