Sikh Deputy Mayor of Brampton: ব্রাম্পটনের ডেপুটি মেয়র হলেন ভারতীয় বংশোদ্ভুত শিখ

author img

By

Published : Nov 21, 2022, 10:04 AM IST

First Time A Indian Origin Sikh Harkirat Singh Appoints Brampton Deputy Mayor
First Time A Indian Origin Sikh Harkirat Singh Appoints Brampton Deputy Mayor ()

প্রথম কোনও ভারতীয় শিখ বংশোদ্ভুত কানাডার ব্রাম্পটন শহরের ডেপুটি মেয়র নিযুক্ত হলেন (Harkirat Singh Appoints Brampton Deputy Mayor) ৷ 2022-26 পর্যন্ত তিনি এই পদে থাকবেন ৷

টরোন্টো, 21 নভেম্বর: কানাডার ব্রাম্পটন শহরের ডেপুটি মেয়র হলেন ভারতীয় বংশোদ্ভুত শিখ সম্প্রদায়ের হরকিরত সিং (Harkirat Singh Appoints Brampton Deputy Mayor) ৷ প্রথম কোনও শিখ ওই পদের জন্য নিযুক্ত হয়েছেন ৷ 2022-2026, চারবছরের জন্য হরকিরত সিং ব্রাম্পটন শহরের ডেপুটি মেয়র হয়েছেন ৷ তিনি এর আগে 2018-2022 পর্যন্ত ব্রাম্পটন শহরের 9 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ছিলেন ৷ ব্রাম্পটনের মেয়রের অনুপস্থিতিতে কাউন্সিল এবং অন্যান্য কমিটির বৈঠকে নেতৃত্বের দায়িত্বে থাকবেন হরকিরত সিং ৷

ব্রাম্পটন শহরের মেয়র প্যাট্রিক ব্রাউন বলেন, ‘‘আমি গর্বিত যে, হরকিরত সিং এবার কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করবেন ৷ উনি কাজের প্রতি একনিষ্ঠ । কঠোর পরিশ্রম করে একজন কাউন্সিলর হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন ৷ ব্রাম্পটন শহরের জন্য প্রচুর কাজও করেছেন ৷’’ ব্রাউন এও জানান, দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগে, একটি স্কুলের ট্রাস্টি হিসেবে হরকিত সিং সুনাম অর্জন করেছেন ৷ পাশাপাশি প্রচুর মানুষের বিশ্বাসও অর্জন করেছেন ৷

আরও পড়ুন: নাইটক্লাবে শুটআউট, প্রাণ গেল পাঁচজনের

শহরের একজন কাউন্সিলর হিসেবে হরকিরত সিং 4 বছর পিল ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের ট্রাস্টি পদে ছিলেন ৷ সেই পদে থেকে তিনি একটি অডিট কমিটি গঠন করেছিলেন ৷ সেই সঙ্গে স্কুলের ইন্সট্রাকশনাল প্রোগ্রাম, আনুষ্ঠানিক কমিটি এবং পড়ুয়াদের স্বাস্থ্য গঠন ও পরিকল্পনা-সহ একাধিক বিষয়ে কাজ করেছেন ৷ হরকিরত সিং বলেন, ‘‘এবারের কাউন্সিলের ডেপুটি মেয়র করার জন্য আমার সহকর্মীদের অনেক ধন্যবাদ এবং সম্মানিতবোধ করছি ৷ আর এই সুযোগে আমার কাছে ব্রাম্পটন শহরের জন্য অনেক কাজ করার রয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.