ETV Bharat / international

Shoot-out at Gay Nightclub: নাইটক্লাবে শুটআউট, প্রাণ গেল পাঁচজনের

author img

By

Published : Nov 20, 2022, 6:39 PM IST

at least five people died by Shoot out at a Gay Nightclub in Colorado
Shoot-out at Gay Nightclub: সমকামী নাইটক্লাবে শুটআউট, প্রাণ গেল পাঁচজনের

আমেরিকার কলোরাডোর (Colorado) কলোরাডো স্প্রিংসের (Colorado Springs) সমকামী নাইটক্লাবে (Gay Nightclub) বন্দুকবাজের হামলা (Shoot-out) ৷ ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন আরও 18 জন ৷

কলোরাডো, 20 নভেম্বর: সমকামী নাইটক্লাবে (Gay Nightclub) গুলিচালনার ঘটনায় (Shoot-out) অন্তত পাঁচজনের মৃত্যু হল ৷ জখম হলেন আরও 18 জন ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটে আমেরিকার কলোরাডোর (Colorado) কলোরাডো স্প্রিংসে (Colorado Springs) ৷ কলোরাডো স্প্রিংস পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো সাংবাদিকদের জানিয়েছেন, ক্লাব কিউ (Club Q) নামে স্থানীয় একটি নাইটক্লাবে হামলা চালান এক ব্যক্তি ৷ ইতিমধ্যেই তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ৷ তবে ধৃত ব্যক্তি নিজেও আহত ৷ সেটা কীভাবে হল, তা স্পষ্ট নয় ৷

পামেলা জানান, মধ্যরাতের পরই পুলিশের কাছে একটি ফোন গিয়েছিল ৷ সেই ফোনেই পুলিশকে গুলিচালনা সম্পর্কে খবর দেওয়া হয় ৷ পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখন নাইটক্লাবের ভিতর থেকেই এক ব্যক্তিকে পাকড়াও করা হয় ৷ তিনিই নাইটক্লাবের ভিতর গুলি চালিয়েছিলেন বলে মনে করা হচ্ছে ৷ তবে, কী কারণে এই হামলা, সেই বিষয়ে খোলসা করে কিছুই বলেননি লেফটেন্যান্ট ৷ এমনকী, এই হামলায় কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, তা নিয়েও কোনও মন্তব্য করতে চাননি তিনি ৷

আরও পড়ুন: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে 'রাশিয়ার মিসাইল আক্রমণ', জরুরি বৈঠকে বাইডেন

গুগলে নথিভুক্ত তথ্য বলছে, ক্লাব কিউ কর্তৃপক্ষ তাদের তরফে নিজেদের 'প্রাপ্তবয়স্ক সমকামী নাইটক্লাব' বলে উল্লেখ করে ৷ ফেসবুকে ক্লাব কিউ-এর নিজস্ব একটি পেজ রয়েছে ৷ গুলিচালনার ঘটনার পর সেখানে একটি বিবৃতি পোস্ট করা হয় ৷ তাতে বলা হয়েছে, "আমাদের সম্প্রদায়ের উপর যে অনুভূতিহীন হামলা করা হয়েছে, তাতে আমরা বিধ্বস্ত ৷ আমরা আমাদের সেইসব সাহসী গ্রাহকদের ধন্যবাদ জানাচ্ছি, যাঁরা দ্রুততার সঙ্গে ওই বন্দুকবাজকে ধরাশায়ী করেছেন এবং এই ঘৃণাসূচক হামলাকে প্রতিহত করেছেন ৷"

ঘটনাস্থলের যে ছবি সোশ্য়াল মিডিয়া এবং সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে, ওই নাইটক্লাবের সামনে প্রচুর পরিমাণে পুলিশের গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে ৷ কয়েকটি অ্যাম্বুল্য়ান্সকেও সেখানে দেখা গিয়েছে ৷ প্রসঙ্গত, এর আগেও আমেরিকার সমকামী নাইটক্লাবে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে ৷ 2016 সালে ফ্লোরিডায় এমনই একটি পৈশাচিক হামলায় প্রাণ হারাতে হয় 49 জনকে ৷ পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় হামলাকারীরও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.