ETV Bharat / international

Jo Johnson Resigns: আদানি যোগ, ইংল্যান্ডের ফার্ম ছাড়লেন বরিসের ভাই

author img

By

Published : Feb 3, 2023, 9:15 AM IST

Updated : Feb 3, 2023, 10:45 AM IST

আদানিকাণ্ডের রেশ পৌঁছল বিলেতে । আদানিদের সঙ্গে যোগাযোগ আছে এমন একটি ফার্মের শীর্ষ পদ ছেড়ে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাই জো জনসন (Jo Johnson resigns as director of Adani linked firm) ।

Etv Bharat
Etv Bharat

লন্ডন, 3 ফেব্রুয়ারি: আদানিকাণ্ডের রেশ পৌঁছল লন্ডনে । আদানিদের সঙ্গে জড়িত একটি বিনিয়োগ ফার্মের নন এক্সিকিউটিভ ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করলেন লর্ড জো জনসন । তিনি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের ভাই ((Jo Johnson resigns as director of Adani linked firm)) । তাঁর পদত্যাগ আদানিকাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে তাতে সন্দেহ নেই ।

বাজারে 20 হাজার কোটি টাকার শেয়ার ছাড়ার কথা ছিল আদানিদের । হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর দ্রুত পড়তে থাকে আদানিদের শেয়ার। প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়ে সংস্থা । শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বিত্তবান দশ ব্যক্তির তালিকা থেকেও বাদ যান গৌতম আদানি । এই রিপোর্ট প্রকাশ্যে আসার আগে তিনি ছিলেন তিন নম্বরে। এমনই নানা ঘটনায় বাজারে শেয়ার ছাড়ার প্রক্রিয়া বাতিল করেন গৌতম আদানি । এরপরই পদ ছাড়লেন জো জনসন ।

একটি সূত্রের দাবি, ইলারা ভারতীয় কর্পোরেট সংস্থাগুলির হয়ে বাজার থেকে টাকা তুলত। সেভাবেই আদানিদের এফপিও প্রক্রিয়ারও অংশ ছিল ইলারা । শীর্ষকর্তা হিসেবে গোটা বিষয়টি সামলানোর ভার ছিল জো জনসনের উপর । সংস্থাকে তিনি জানিয়েছিলেন এই এফপিও প্রক্রিয়ার অংশ হলে আর্থিক দিক থেকে ইলারা লাভবান হবে ।

এর আগেই শেয়ার বাজারে টাকা ছাড়ার প্রক্রিয়া স্থগিত করার কথা বুধবার গভীর রাতে জানায় আদানি গোষ্ঠী । বিবৃতি জারি করে বলা হয় বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার জন্যই এখন আর নতুন করে শেয়ার ছাড়া হচ্ছে না । পরে বৃহস্পতিবার সকালে ভিডিও জারি করে নিজেদের বক্তব্য জানিয়ে দেন গৌতম আদানি । তিনি জানান, বিনিয়োগকারীদের যাতে কোনওভাবে শেয়ার বাজারের অস্থিরতার মধ্যে পড়তে না-হয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ 24 জানুয়ারি আদানিদের বিরুদ্ধে একটি রিপোর্ট দেয় । তাতে আদানিদের বিরুদ্ধে একাধিক অভিযোগল আনা হয় । প্রশ্ন তোলা হয়, তাঁদের ব্যবসা পরিচালনের পদ্ধতি নিয়েও। এরপর থেকেই আদানিদের শেয়ারে ধস নামে । প্রতিদিনই আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছিল । এমতাবস্থায় এফপিও থেকে সরে আসার সিদ্ধান্ত নেন গৌতম আদানি । এরপরই ইংল্যান্ডের বড় ফার্ম ছাড়লেন বরিস জনসনের ভাই ।

আরও পড়ুন: আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি বা আদালতের নজরদারিতে তদন্তের দাবি বিরোধীদের

Last Updated : Feb 3, 2023, 10:45 AM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.