ETV Bharat / bharat

Adani Row Rocks Parliament: আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি বা আদালতের নজরদারিতে তদন্তের দাবি বিরোধীদের

author img

By

Published : Feb 3, 2023, 4:06 AM IST

শেয়ারের দরে জালিয়াতিতে অভিযুক্ত আদানি গোষ্ঠী (Adani Group) ৷ এই নিয়ে বৃহস্পতিবার উত্তাল হয় সংসদ ৷ বিরোধীরা যৌথ সংসদীয় কমিটি বা আদালতের নজরদারিতে তদন্তের দাবি করেছে ৷

Adani Row Rocks Parliament
Adani Row Rocks Parliament

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: আদানি ইস্যুতে (Adani Row) বৃহস্পতিবার উত্তপ্ত হল সংসদ ৷ বিরোধীদের বিক্ষোভের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি করে দিতে হয় ৷ বিরোধীরা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত দাবি করেছে ৷ তাদের দাবি, এই নিয়ে হয় যৌথ সংসদীয় কমিটি (JPC) তৈরি করতে হবে, না হলে সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারি তদন্ত করাতে হবে ৷

দিনকয়েক আগে মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) তরফে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় ৷ ওই প্রতিবেদনে অভিযোগ করা হয় যে আদানি গোষ্ঠী শেয়ারের দর নিয়ে জালিয়াতি করেছে ৷ এর পর আদানি গোষ্ঠীর শেয়ারের দর কমতে শুরু করে ৷ যদিও আদানি গোষ্ঠীর তরফে মার্কিন গবেষণা সংস্থার রিপোর্টকে ভিত্তিহীন বলে দাবি করা হয় ৷ কিন্তু তার পরও তাদের শেয়ারের অবস্থার উন্নতি হয়নি ৷ উপরোন্তু তারা বাজারে ছাড়া এফপিও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ৷

ফলে সময় যত এগোচ্ছ, এই ইস্যুতে বিরোধীরা ততই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সুর চড়াচ্ছে ৷ এই নিয়ে কাঠগড়ায় তুলছে বিজেপিকেও (BJP) ৷ তাই বৃহস্পতিবার সংসেদর অধিবেশন শুরু হতেই দুই কক্ষে বিরোধীরা হইচই শুরু করে ৷ এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কংগ্রেস (Congress) সাংসদরা ৷ বিরোধী সাংসদরা এই নিয়ে আলোচনা চেয়ে লোকসভা ও রাজ্যসভায় মুলতবি প্রস্তাব পেশ করে ৷ কিন্তু তা খারিজ হয়ে যায় ৷ ফলে বিক্ষোভের মাত্রা আরও বেড়ে যায় ৷ সেই কারণেই সভা মুলতবি হয়ে যায় ৷

কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস (Trinamool Congress), সমাজবাদী পার্টি, জেডিইউ, শিবসেনা, সিপিএম, সিপিআই, এনসিপি, আইইউএমএল, ন্যাশনাল কনফারেন্স, আপ এবং কেরালা কংগ্রেস-সহ বেশ কয়েকটি দলের নেতারা এদিন সকালেই বৈঠক করেছিলেন ৷ সেই বৈঠক ডেকেছিলেন কংগ্রেসর সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে ৷ সেখানেই সংসদ উত্তাল করার পরিকল্পনা হয় বলে জানা গিয়েছে ৷

এই বিষয়ে মল্লিকার্জুন খাড়গে জানান, এই ইস্যুতে সরকার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন ৷ অন্যদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "আদানি ইস্যুতে মোদি সরকার স্পষ্টতই কোণঠাসা । এই ইস্যু সংসদেও তারা উল্লেখ করতে চায় না ।’’ সেই কারণেই বিরোধীদের দাবি শোনা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন: আদানি গোষ্ঠীর বিস্তারিত তথ্য ব্য়াংকগুলির কাছে চাইল আরবিআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.