ETV Bharat / international

Ray Dalio on PM Narendra Modi: কমিউনিস্ট পার্টি অফ চিনের প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে মোদির তুলনা মার্কিন শিল্পপতির!

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 3:04 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত অভূতপূর্ব উন্নতি করছে ৷ তাই তাঁকে আধুনিক চিনের স্থপতি ডেং জিয়াওপিংয়ের সঙ্গে তুলনা করলেন মার্কিন শিল্পপতি রে ডালিও ৷

ETV Bharat
চিনের ডেং জিয়াওপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা

নয়াদিল্লি, 19 সেপ্টেম্বর: আর্থিক বৃদ্ধির সম্ভাবনায় ভারত বিশ্বের প্রথম কুড়িটি দেশের মধ্যে সবার প্রথমে ৷ এভাবেই ভারতের প্রশংসা করলেন মার্কিন ধনকুবের রে ডালিও ৷ শুধু তাই নয়, তিনি চিনের কমিউনিস্ট পার্টির প্রাক্তন চেয়ারম্যান ডেং জিয়াওপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টানেন ৷ মাও জেদংয়ের মৃত্যুর পর ডেং জিয়াওপিং-এর নেতৃত্বেই আধুনিক চিন গড়ে ওঠে ৷ তাঁকে আধুনিক চিনের জনক বলেও অভিহিত করা হয় ৷ তাঁকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক সারিতে বসালেন শিল্পপতি রে ডালিও ৷

চিনের একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য বিখ্যাত ডেং জিয়াওপিং ৷ মাও জে দংয়ের মৃত্যুর পর তাঁর নেতৃত্বে দেশ নতুন ভাবে গড়ে ওঠে ৷ সাতের দশকের শেষ থেকে আটের দশকের শেষ পর্যন্ত এই কমিউনিস্ট নেতা চিনে বৈপ্লবিক পরিবর্তন আনেন ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন শিল্পপতি রে ডালিও

লস এঞ্জেলসে ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন তিনি ৷ ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা এই মার্কিন শিল্পপতি বলেন, "আগামী 10 বছরে ভারতের বৃদ্ধির হার কেমন হবে, আমরা তার হিসেব কষেছি ৷ ভারত সবচেয়ে বেশি সম্ভাবনাময় ৷ আমি 1984 সালে চিনে যেতে শুরু করি ৷ আমার মনে হয়, তখন চিন যেখানে ছিল, আজ ভারত সেখানে পৌঁছেছে ৷ সেক্ষেত্রে মাথাপিছু আয়ের দিকে তাকালে, মোদি এখন ডেং জিয়াওপিং ৷ তাঁর নেতৃত্বে বিশাল সংস্কার, উন্নয়ন, সৃজনশীল কাজকর্ম এবং সবরকম উন্নতি হবে ৷"

এদিন তিনি আরও উল্লেখ করেন, চিন এবং আমেরিকার মধ্যে ঠান্ডা লড়াই চলছে ৷ এতে আখেরে ভারতেরই সুবিধে হবে ৷ ডালিও বলেন, "ইতিহাস বলছে, যে দেশগুলি নিরপেক্ষ অবস্থানে থেকেছে, তারা সবচেয়ে ভাল কাজ করেছে ৷ অন্যভাবে বলতে গেলে, যুদ্ধক্ষেত্রে জয়ীদের থেকে বেশি ভালো ৷ তাই আমেরিকা এবং চিন, তার মিত্র দেশ রাশিয়ার মধ্যে দ্বন্দ্বের যে দেশগুলি মধ্যবর্তী অবস্থান নিয়েছে, যেমন ভারত, তারাই এর সুবিধে ওঠাতে পারবে ৷"

আরও পড়ুন: টানা তৃতীয়বার চিনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস জিনপিংয়ের

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের সংস্কার, উন্নয়ন, সৃজনশীলতার উপর জোর দিয়েছে বলে মনের করেন রে ডালিও ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারতে একাধিক অর্থনৈতিক সংস্কার হয়েছে ৷ এর মধ্যে অন্যতম 'মেক ইন ইন্ডিয়া' ৷ জুন মাসে আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি শিল্পপতি রে ডালিও-র সঙ্গে দেখা করেন ৷ সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করে মোদিকে 'বন্ধু' আখ্যা দিলেন রে ডালিও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.