ETV Bharat / international

26/11 Mumbai Attacks: মুম্বই হামলার 'মৃত' চক্রীকে 15 বছরের জন্য হাজতে পাঠাল পাক আদালত

author img

By

Published : Jun 25, 2022, 4:01 PM IST

Anti terrorism court of Pakistan send Mumbai Attacks planner Sajid Mir for 15 years jail
26/11 Mumbai Attacks: মুম্বই হামলার 'মৃত' চক্রীকে 15 বছরের জন্য হাজতে পাঠাল পাক আদালত

মুম্বই হামলার (26/11 Mumbai Attacks) অন্যতম চক্রী সাজিদ মীরকে (Sajid Mir) 15 বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দিল পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসবিরোধী আদালত (Anti-terrorism court) ৷ আগে শোনা গিয়েছিল, সাজিদ নাকি প্রয়াত ! কিন্তু, চলতি বছর সেই 'মৃত' সাজিদকেই গ্রেফতার করে পাক প্রশাসন ৷

ইসলামাবাদ ও নয়াদিল্লি, 25 জুন: 2008 সালের মুম্বই হামলার (26/11 Mumbai Attacks) ঘটনায় অন্যতম চক্রীকে 15 বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসবিরোধী আদালত (Anti-terrorism court) ৷ সাজাপ্রাপ্ত ওই জঙ্গির নাম সাজিদ মীর (Sajid Mir) ৷ সে লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) সদস্য ৷ এত দিন তাকে মৃত বলে দাবি করা হচ্ছিল ৷ কিন্তু, সম্প্রতি ওই জঙ্গিকে পাকড়াও করে পাক প্রশাসন ৷ কয়েক মাসে আগেই তার গ্রেফতার হওয়ার খবর ইসলামাবাদের তরফে থেকে দিল্লিকে জানানো হয় ৷

সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "চলতি মাসেই একটি সন্ত্রাসবিরোধী আদালতে ওই জঙ্গিকে 15 বছরের বেশি সময়ের জন্য কারাবাসের সাজা দেওয়া হয় ৷ সে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার সদস্য ৷ একটি সন্ত্রাসবাদী ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল ৷"

আরও পড়ুন: US Abortion Laws: গর্ভপাত-রায়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট, তড়িঘড়ি আইন প্রণয়নের পথে রিপাবলিকান প্রদেশগুলি

ওই আইনজীবীই সাংবাদিকদের জানিয়েছেন, সাজিদ মীরকে চলতি বছরের এপ্রিল মাসে গ্রেফতার করা হয় ৷ তার বয়স 44 বছর ৷ এপ্রিলে গ্রেফতার করার পরই তাকে কোট লখপত সংশোধনাগারে (Kot Lakhpat Jail) পাঠিয়ে দেওয়া হয় ৷ ধৃতকে 4 লক্ষ টাকার (ভারতীয় মুদ্রায়) জরিমানাও করেছে পাক আদালত ৷

প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল, সাজিত মীর প্রয়াত ৷ পরে জানা যায়, পাকিস্তানের আর্থিক ক্রিয়া সংক্রান্ত টাস্ক ফোর্স (Financial Action Task Force) বা এফএটিএফ (FATF)-এর ধূসর তালিকায় নাম রয়েছে সাজিদের ৷ তার নাম সেখান থেকে অপসারিত করতে এবং তার বিরুদ্ধে মামলা শুরু করতেই সাজিদকে গ্রেফতার করা হয়েছে ৷

মুম্বই হামলায় অভিযুক্তদের মধ্য়ে সাজিদ মীর অন্যতম ৷ 2008 সালের সেই ঘটনার পর ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম ওঠে তার ৷ অন্যদিকে, আমেরিকা সাজিদের মাথার দাম ধার্য করে 50 লাখ মার্কিন ডলার ৷ উল্লেখ্য, মুম্বই হামলায় প্রাণ গিয়েছিল মোট 166 জনের ৷ তাঁদের মধ্যে ছয় মার্কিন নাগরিকও ছিলেন ৷ তার জেরেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড তালিকাতেও নাম ওঠে সাজিদের ৷ গোয়েন্দাদের দাবি, মুম্বই হামলার 'প্রজেক্ট ম্য়ানেজার' ছিল এই সাজিদ ৷ 2005 সালে ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে ভারতে এসেছিল সে ৷ বদলে ফেলেছিল নিজের নাম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.