ETV Bharat / international

Amit Malviya Slams Rahul Gandhi: পুলওয়ামা জঙ্গি-হামলায় পাকিস্তানের নাম নেননি রাহুল, আক্রমণ অমিতের

author img

By

Published : Mar 5, 2023, 9:11 AM IST

Updated : Mar 5, 2023, 9:43 AM IST

Rahul Gandhi
কেমব্রিজে রাহুল গান্ধি

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে 'একুশ শতকে শুনতে শেখা' শীর্ষক বক্তব্য নিয়ে বারে বারে বিরোধী শিবিরের নিশানায় রাহুল গান্ধি ৷ এবার জম্মু ও কাশ্মীরে পুলওয়ামা হামলা নিয়ে তাঁকে নিশানা করলেন অমিত মালব্য় ৷ অন্যদিকে, বিদেশে নিন্দে করার জন্য তাঁকে 'জড়বুদ্ধি' বললেন তথাগত রায় (Amit Malviya over Rahul Gandhi cambridge university speech) ৷

নয়াদিল্লি, 5 মার্চ: বিদেশে গিয়ে দেশের নিন্দে ! কেমব্রিজে রাহুল গান্ধির বক্তৃতা নিয়ে একের পর এক বিতর্ক চলছে দেশে ৷ এর আগে পেগাসাস ইস্যুতে মন্তব্য করে বিজেপির তোপের মুখে পড়েছিলেন কংগ্রেস নেতা ৷ এবার পুলওয়ামা হামলা নিয়ে রাহুলকে আক্রমণ করলেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ রবিবার বিজেপি নেতা কেমব্রিজে রাহুলের বক্তৃতার ভিডিয়োর একটি অংশ পোস্ট করে তাঁকে আক্রমণ করেন ৷ এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

সেখানে রাহুলকে বলতে শোনা যাচ্ছে, "কাশ্মীর একটি সন্ত্রাসে প্রবণ রাজ্য ৷ যেখানে বহু বছর ধরে হিংসাত্মক ঘটনা ঘটে থাকে ৷" এরপর উপস্থিত সকলকে একটি ছবি দেখিয়ে সাংসদ বলেন, "আপনারা আমায় দেখতে পাচ্ছেন, আমি একটি জায়গায় ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি ৷ সেখানে একটি গাড়িতে বোমা বিস্ফোরণে 40 জন সেনা জওয়ান মারা গিয়েছিলেন ৷" এখানে ভারত জোড়ো যাত্রায় নেতৃত্ব দেওয়া কংগ্রেস নেতা একবারও পুলওয়ামা শব্দটি উচ্চারণ করেননি ৷ এমনকী সেখানে বোমা বিস্ফোরণের জন্য যে পাকিস্তান দায়ী এমন কোনও কথা উল্লেখ করেননি ৷ তাঁর এই বক্তব্যকে কটাক্ষ করে মালব্য টুইটারে লেখেন, "পুলওয়ামায় যে পাকিস্তান জঙ্গি হামলা করেছিল, তা বলতে অস্বীকার করছেন রাহুল গান্ধি ৷" তিনি নেটিজেনদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, "আপনারা দেখছেন, সমস্যাটা কোথায় ?"

  • Rahul Gandhi refused to call Pulwama a Pakistan sponsored terrorist attack… You see where the problem is? pic.twitter.com/8pBL9Msibb

    — Amit Malviya (@amitmalviya) March 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিদেশের মাটিতে ভারতকে অপমান করেছেন রাহুল, তোপ হিমন্তর

উল্লেখ্য, 2019 সালের 14 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় 40 জন সেনা জওয়ানের মৃত্যু হয় ৷ সেদিন জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে 2 হাজার 500 জন সিআরপিএফ জওয়ানদের একটি বিশাল কনভয় যাচ্ছিল ৷ তাতে 78টি গাড়ি ছিল ৷ পুলওয়ামা জেলার লেথাপোরের কাছে 44 নং জাতীয় সড়কে সেনা বোঝাই একটি বাসের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে ৷ তাতে বোমা ছিল ৷ সেই বোমা বিস্ফোরণে কেন্দ্রীয় বাহিনীর 40 জন নিরাপত্তারক্ষী প্রাণ হারান ৷ এর দায় স্বীকার করেছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদ ৷ এই ঘটনার জন্য ভারত পাকিস্তান সরকারকে দায়ী করে ৷ পাকিস্তান এই ঘটনার তীব্র সমালোচনা করলেও জঙ্গি হামলার দায় নিতে অস্বীকার করে ৷ এতে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে ৷

  • নিতান্ত জড়বুদ্ধি না হলে বিদেশের মাটিতে দাঁড়িয়ে কেউ স্বদেশের নিন্দা করে না। আর যেখানে চীনা সরকার শিনজিয়াং, তিব্বত ইত্যাদি অঞ্চলে পৈশাচিকভাবে জোর করে হান সংস্কৃতি চাপিয়ে দিচ্ছে তাকে ‘সামাজিক সম্প্রীতির উদাহরণ’ বলে কেউ প্রশংসাও করবে না।
    কিন্তু রাহুল গান্ধী দুটোই করেছেন।

    — Tathagata Roy (@tathagata2) March 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুল গান্ধির বক্তৃতা নিয়ে ক্ষোভ উগরে দেন ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ও (Tathagata Roy Slammed Rahul Gandhi) ৷ বিদেশে গিয়ে দেশের সম্পর্কে সমালোচনামূলক মন্তব্যের জন্য তিনি কংগ্রেস সাংসদকে 'জড়বুদ্ধি' বলে আখ্যা দিয়েছেন ৷ সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গ বিজেপির এই প্রাক্তন সভাপতি লেখেন, "নিতান্ত জড়বুদ্ধি না হলে বিদেশের মাটিতে দাঁড়িয়ে কেউ স্বদেশের নিন্দা করে না ৷ আর যেখানে চীনা সরকার শিনজিয়াং, তিব্বত ইত্যাদি অঞ্চলে পৈশাচিকভাবে গায়ের জোরে হান সংস্কৃতি চাপিয়ে দিচ্ছে তাকে 'সামাজিক সম্প্রীতির উদাহরণ' বলে কেউ প্রশংসাও করবে না ৷ কিন্তু রাহুল গান্ধী দুটোই করেছেন ৷"

আরও পড়ুন: 'আমার ফোনে পেগাসাস ছিল, ভারতে গণতন্ত্র বিপন্ন', কেমব্রিজে দাবি রাহুলের

Last Updated :Mar 5, 2023, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.