ETV Bharat / international

Afghan Embassy in India: সত্যি হল জল্পনা! কূটনৈতিক সমর্থনের অভাবে বন্ধ ভারতে আফগানিস্তানের দূতাবাস

author img

By PTI

Published : Oct 1, 2023, 10:32 AM IST

Updated : Oct 1, 2023, 10:40 AM IST

ETV Bharat
ভারতে আফগানিস্তানের দূতাবাস বন্ধ

ভারতে আফগানিস্তানের দূতাবাসের দরজা বন্ধ হল ৷ শনিবার রাতে একটি বিবৃতি জারি করে এই ঘোষণা করেছে তালিবান প্রশাসন ৷

নয়াদিল্লি, 1 অক্টোবর: বন্ধ হল ভারতে আফগানিস্তানের দূতাবাস ৷ শনিবার রাতে একটি বিবৃতি জারি করে এই খবর দিয়েছে তালিবান প্রশাসন ৷ তারা জানায়, কূটনৈতিক সমর্থনের অভাবে 1 অক্টোবর থেকে ভারতে সব কাজকর্ম বন্ধ করে দিচ্ছে আফগানিস্তান ৷ আফগানিস্তানবাসীর কোনও স্বার্থ পূরণ হয়নি। বরং দূতাবাসের নিরাপত্তারক্ষীর সংখ্যাও কমেছে প্রতিনিয়ত ৷

ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান বিবৃতিতে জানিয়েছে, "নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাস অত্যন্ত দুঃখ, অনুশোচনা এবং হতাশার সঙ্গে ঘোষণা করছে যে তারা সব কাজকর্ম বন্ধ করছে ৷" এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক কাজকর্ম কীভাবে হবে, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে ৷ বিবৃতিতে দূতাবাস বন্ধ হওয়ার ঘটনাটি দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে আফগানিস্তান ৷

আরও পড়ুন: চিন-সৌদির কাছ থেকে 11 বিলিয়ন মার্কিন ডলার সাহায্য চাইল পাকিস্তান

এর জন্য কয়েকটি কারণ উল্লেখ করেছে আফগানিস্তানের তালিবান প্রশাসন ৷ এর মধ্যে অন্যতম আয়োজক দেশ অর্থাৎ ভারতের কূটনৈতিক সমর্থনের অভাব ৷ তাদের অভিযোগ, ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা মেলেনি ৷ তাই কাজকর্ম চালিয়ে যেতে বাধার সম্মুখীন হতে হয়েছে আফগান প্রশাসনকে ৷ সময়মতো ভিসা পুনর্নবীকরণ করা হয়নি। পাওয়া যায়নি কোনও রকম কূটনৈতিক সহযোগিতা ৷ এর ফলে নিয়মতি কাজকর্ম চালিয়ে যাওয়াটা আফগানিস্তানের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷

বিবৃতিতে আরও জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত এই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে ততদিন আফগানিস্তানের নাগরিকদের জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া হবে ৷ ভারতে আফগানিস্তানের দূতাবাসের প্রধান ছিলেন ফরিদ মামুন্দজে ৷ 2021 সালের অগস্টে কাবুলের দখল নেয় তালিবানরা ৷ তার আগে প্রেসিডেন্ট আশরফ ঘনির সময় থেকে ফরিদ মামুন্দজেই এই দূতাবাসের কাজকর্ম পরিচালনা করছিলেন ৷

এপ্রিল-মে মাসে আফগানিস্তানের দূতাবাসে ক্ষমতার হস্তান্তর নিয়ে গণ্ডগোল বাধে ৷ শোনা যায়, তালিবান প্রশাসন মামুন্দজেকে সরিয়ে তাদের নিজস্ব প্রতিনিধিকে বসাতে চায় ৷ কাদির শাহ নামে এক কূটনীতিক ভারতের বিদেশমন্ত্রকে চিঠি পাঠিয়ে দাবি করেন, তালিবান প্রশাসন তাঁকে দূতাবাসের চার্জ ডি'অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব দিয়েছে ৷ তিনি 2020 সাল থেকে দূতাবাসের ট্রেড কাউন্সিলর হিসেবে কাজ করছিলেন ৷ পরে অবশ্য জানা যায়, তালিবান প্রশাসন কাউকে চার্জ ডি'অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ করেনি ৷ তবে ক্ষমতা বদলের পর নতুন তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত ৷

আরও পড়ুন: ভারতে আফগানিস্তানের দূতাবাসে তালা ! জল্পনার সত্যতা যাচাই করছে দিল্লি

Last Updated :Oct 1, 2023, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.