ETV Bharat / international

Accident In Louisiana : দাবানলের ধোঁয়ায় ঢেকেছে রাস্তা! লুসিয়ানিয়ায় গাড়ি দুর্ঘটনায় মৃত 7

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 12:37 PM IST

জলাভূমির দাবালন থেকে ঘন কুয়াশা ৷ তার জেরেই গাড়ি দুর্ঘটনা ৷ সোশাল মিডিয়া, ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এই অঞ্চলে একাধিক জলাভূমিতে আগুন লেগেছে। আগুনের ধোঁয়া কুয়াশার সাথে মিশে সুপারফগ তৈরি করেছে ।

Accident In  Louisiana
ঘন কুয়াশার জেরে আমেরিকায় গাড়ি দুর্ঘটনা

নিউ অরলিন্স, অক্টোবর 24: জলাভূমির দাবালন থেকে ঘন কুয়াশা, কয়েকহাত দূরের বস্তুও চোখে না পড়ায় ঘটল বিপত্তি ৷ পর পর গাড়িতে ধাক্কা ৷ তাতেই মৃত্য়ু হল 7 জনের ৷ আহত হয়েছেন কমপক্ষে 25 জন । সোমবার ঘটনাটি ঘটেছে আমেরিকার লুসিয়ানিয়ায়। লুসিয়ানিয়ার জলাভূমি এলাকায় দাবানল থেকে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে ৷ যার ফলে আশপাশের এলাকার দৃশ্যমানতা কমে যায় ৷ তার জেরেই এই দুর্ঘটনা ৷ 158টি গাড়ি দুর্ঘটনাগ্রস্থ হয়েছে ৷ প্রায় 55টি গাড়ি আগুলে ঝলসে গিয়েছে ৷

গভর্নর জন বেল এডওয়ার্ডস ইতিমধ্যেই নিহতদের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন ৷ আহতের চিকিৎসার জন্য রক্তদাতাদের এগিয়ে আসার আরজি জানিয়েছেন ৷ জানা গিয়েছে সোমবার হঠাৎই লুসিয়ানিয়া দাবানলের দাপট বারে ৷ আগুনের কারণে ধোঁয়ার সৃষ্টি হয় ৷ তা থেকেই দৃশ্যমানতা কমে গিয়ে একটির পর একটি গাড়িতে ধাক্কা লেগে আগুন ধরে যায় ৷ প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নেমে পড়েন যাত্রীরা ৷ সাহায্যের জন্য চিৎকার করেন ৷

আরও পড়ুন: পড়ে থাকা লাশকেও গুলি হামাসের, ইজরায়েলে জঙ্গি হামলার স্বীকারোক্তির হাড়হিম ভিডিয়ো

দুর্ঘটনাস্থলে উপস্থিত এক গাড়ির চালক ক্রিস্টোপার কোল জানান, তিনিও এই দুর্ঘটনার মধ্যে পড়ে ছিলেন ৷ তবে ভাগ্যক্রমে বেঁচে ফিরিছেন ৷ একটার পর একটা গাড়িতে যখন আগুন লাগছে তখন কোনওক্রমে তিনি প্রানে বেঁচে ফিরেছেন ৷ গাড়িতে আগুন লাগায় টায়ার পোড়ার গন্ধ পাওয়া যাচ্ছিল চারিদিকে ৷ বেশ কয়েকটি গাড়ির দরজা খুলে যাত্রীদের বাইরে বেরোতে সাহায্য করেন ৷ প্রাশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজও শুরু করা হয়েছে ৷ দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন লুসিয়ানিয়ার প্রশাসনের আধিকারিকরা ৷ সোশাল মিডিয়ায়, ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এই অঞ্চলে একাধিক জলাভূমিতে দাবানলের ঘটনায় বাড়ছে দূষণের কোপ। আগুনের ধোঁয়া কুয়াশার সাথে মিশে সুপারফগ তৈরি করেছে । তার জেরেই বড় দুুর্ঘটন লুসিয়ানিয়ায়।

সূত্র: এপি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.