ETV Bharat / international

Indian Business Women: এশিয়ার 20 জন মহিলা ব্যবসায়ীর মধ্যে তিনজন ভারতীয়, তালিকা প্রকাশ ফোর্বসের

author img

By

Published : Nov 8, 2022, 1:11 PM IST

3-indian-business-women-among-20-asian-lady-entrepreneurs-in-forbes-november-issue
Indian Business Women: এশিয়ার 20 জন মহিলা ব্যবসায়ীর মধ্যে তিনজন ভারতীয়, তালিকা প্রকাশ ফোর্বসের

করোনা অতিমারী (Covid Pandemic) পরবর্তী সময়ে ভালো কাজের জন্য এশিয়ার 20 জন মহিলা ব্যবসায়ীর নাম প্রকাশ করেছে ফোর্বস (Forbes) ৷ সেই তালিকায় ভারতের তিনজন জায়গা পেয়েছেন ৷

সিঙ্গাপুর, 8 নভেম্বর: ফোর্বস (Forbes) ম্যাগাজিনে জায়গা করে নিলেন তিনজন ভারতীয় মহিলা ব্যবসায়ী (Business Women) ৷ ফোর্বসের এশিয়া (Forbes Asia) সংস্করণের নভেম্বর সংখ্যায় তাঁদের নাম উল্লেখ করা হয়েছে ৷ মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য দিয়েছে ফোর্বস ৷

করোনা অতিমারী (Covid Pandemic) পরবর্তী তিন বছরে নতুন পরিস্থিতিতে নানা বাধা টপকে মহিলা ব্যবসায়ীরা কীভাবে এগিয়ে গিয়েছেন, সেটাই উল্লেখ করা হয়েছে ফোর্বস এশিয়ার এই সংখ্যায় ৷ উল্লেখ করা হয়েছে এশিয়ার এমন 20 জন মহিলা ব্যবসায়ীর ৷ সেই 20 জনের মধ্যে তিনজন ভারতীয় ৷

ওই তিনজন হলেন - সোমা মণ্ডল, নমিতা থাপার ও গাজাল অলঘ ৷ সোমা মণ্ডল স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) চেয়ারপার্সন ৷ নমিতা থাপার এমক্যুরে ফার্মার ভারতের এক্সিকিউটিভ ডিরেক্টর ৷ গাজাল অলঘ হোনাসা কনজিউমারের চিফ ইনোভেশন অফিসার ও কো-ফাউন্ডার ৷

এই তালিকায় যাঁরা জায়গা পেয়েছেন, তাঁদের কেউ বন্দর, সম্পত্তি ও নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত ৷ আর অন্যরা প্রযুক্তি, ওষুধ ও পণ্য ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ৷

ভারত ছাড়া এই তালিকায় অস্ট্রেলিয়া, চিন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও থাইল্যান্ডের মহিলা ব্যবসায়ীরা জায়গা পেয়েছেন ৷

আরও পড়ুন: দেশের সবথেকে বড় নিয়োগকারী সংস্থা রিলায়েন্স, ফোর্বসের রিপোর্ট প্রকাশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.