ETV Bharat / international

Russia-Ukraine Crisis : তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজিয়ে ইউক্রেনে পরমাণু হামলার হুঁশিয়ারি রুশ বিদেশমন্ত্রীর

author img

By

Published : Mar 2, 2022, 4:30 PM IST

Russia Ukraine
ইউক্রেনে পরমাণু হামলার হুঁশিয়ারি রুশ বিদেশমন্ত্রীর

বুধবার ইউক্রেনের উপরে রাশিয়ার হানা সপ্তম দিনে পড়েছে (Seventh day of Russia-Ukraine Conflict) ৷ তারমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ৷

মস্কো, 2 মার্চ : ইউক্রেন দখলের জন্য মরিয়া রাশিয়া ৷ বুধবার দেশের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ শহর খেরসনের দখল নিয়েছে রুশ সেনাবাহিনী ৷ তারমধ্যেই কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ৷ তাঁর হুঁশিয়ারি, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে 'পারমাণবিক ও ধ্বংসাত্মক' ৷ একইসঙ্গে তিনি দাবি করেছেন, যুদ্ধে রাশিয়া ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না ।

ল্যাভরভ বলেন, ‘‘আমরা দ্বিতীয় দফার আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু ইউক্রেন আমেরিকার অঙ্গুলিহেলনে চলছে ।’’

  • Third World War would be nuclear and disastrous, Russian Foreign Minister Lavrov says: Russian media Sputnik

    — ANI (@ANI) March 2, 2022
" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার ইউক্রেনের উপরে রাশিয়ার হানা সপ্তম দিনে পড়েছে (Seventh day of Russia-Ukraine Conflict) ৷ সময় যত এগোচ্ছে, কিভ এবং অন্যান্য বড় শহরগুলিতে লড়াই ততই তীব্র হচ্ছে । তারমধ্যেই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে বিশ্বব্যাঙ্ক ৷ 3 বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেওয়া হবে তাদের তরফে ৷ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার 1.4 বিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা করেছে ৷

রাশিয়াকে কোণঠাসা করার সবরকম ব্যবস্থা নিচ্ছে আমেরিকাও ৷ আমেরিকার আকাশে রুশ বিমানকে নিষিদ্ধ ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ৷

আরও পড়ুন : খেরসনের দখল নিল রুশ বাহিনী, বিপক্ষের 6 হাজার সেনা খতমের দাবি জেলেনস্কির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.