ETV Bharat / international

কুলভূষণ যাদবের বিরুদ্ধে অভিযোগ সামনে আনতে ভয় পাচ্ছে পাকিস্তান : ভারত

author img

By

Published : Feb 18, 2019, 5:49 PM IST

Updated : Feb 18, 2019, 7:24 PM IST

কুলভূষণ যাদব

আগামীকাল পর্যন্ত মামলার শুনানি মুলতুবি করা হয়েছে

হেগ (নেদারল্যান্ড), ১৮ ফেব্রুয়ারি : আগামীকাল পর্যন্ত কুলভূষণ যাদব মামলার শুনানি মুলতুবি করল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের খারিজের আবেদন জানিয়ে আজ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিজেদের বক্তব্য পেশ করে ভারত। বিচারপতি হরিশ সালভি জানান, কুলভূষণ যাদবের বিরুদ্ধে অভিযোগ সামনে আনতে ভয় পাচ্ছে পাকিস্তান।

২০১৭ সালের এপ্রিলে চরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগে পাকিস্তানের একটি সেনা আদালত কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। তা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন শুরু হয়। প্রথম থেকেই ভারতের দাবি, কুলভূষণ নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। তা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যায় ভারত।


Birbhum (West Bengal), Feb18 (ANI): A BJP leader was arrested in West Bengal's Birbhum for his alleged role in daughter's kidnapping. The BJP leader, Suprabhat Batyabyal, was not home when his daughter was kidnapped at gunpoint from his house. Police informed that the girl has been rescued and further investigation is underway to unravel the incident.


Last Updated :Feb 18, 2019, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.