ETV Bharat / international

New Covid Variant IHU : ইহু-র জন্ম ক্যামেরুনে, দাবি ফরাসি গবেষকদের

author img

By

Published : Jan 6, 2022, 1:18 PM IST

new covid variant ihu is probably of cameroonian origin, claim french researchers
New Covid Variant IHU : ইহু-র জন্ম ক্যামেরুনে, দাবি ফরাসী গবেষকদের

ডেল্টা (Delta Variant), ওমিক্রনের (Omicron Variant) উত্তরসূরি ইহু (New Covid Variant IHU) নাকি ক্যামেরুন থেকে এসেছে ৷ এমনই দাবি করেছেন ফরাসি গবেষকরা ৷ এখনও পর্যন্ত দক্ষিণ ফ্রান্সে 12 জনের শরীরে করোনার এই নবতম সংস্করণটির উপস্থিতির প্রমাণ মিলেছে ৷

নয়াদিল্লি, 6 জানুয়ারি : ওমিক্রনের (Omicron Variant) আগমন ঘটতেই বিশ্বজুড়ে আবারও দাপাদাপি শুরু করেছে করোনা ভাইরাস (Coronavirus surge) ৷ ওমিক্রনের পাশাপাশি ডেল্টা ভ্যারিয়্যান্টেও (Delta Variant) আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ ৷ এরই মধ্যে চর্চা শুরু হয়েছে কোভিডের (Covid-19) নবতম সংস্করণ ইহু-কে (New Covid Variant IHU) নিয়ে ৷ নয়া সংস্করণটির খোঁজ মিলেছে ইউরোপের ফ্রান্সে ৷ সেদেশের গবেষকরাই বিশ্ববাসীর সামনে প্রথম এই ভ্যারিয়্যান্টের কথা তুলে ধরেন ৷

আরও পড়ুন : Corona Update in India : একলাফে দৈনিক সংক্রমণ 90 হাজারে, আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রন

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইহু-র জন্ম খুব সম্ভবত ক্যামেরুনে ৷ বৈজ্ঞানিক শ্রেণি বিভাজনের ক্ষেত্রে ইহু-র পরিচয় হল, বি.1.640.2 (B.1.640.2) ৷ সংশ্লিষ্ট ফরাসি গবেষকদের পক্ষ থেকে ফিলিপ্পে কলসন (Philippe Colson) জানান, ‘‘দক্ষিণ ফ্রান্সের নির্দিষ্ট একটি ভৌগোলিক অঞ্চলের মধ্যেই 12 জন করোনা আক্রান্তের (SARS-CoV Positive Patients) খোঁজ মিলেছে ৷ এঁদের শরীরে যে ভাইরাস হানা দিয়েছে, তার গঠন একটু অস্বাভাবিক ধরনের ৷ তবে এখনই এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয় ৷ মাত্র 12 জনকে দিয়ে একটি ভাইরাসের ভোলবদলের সামগ্রিক তথ্য তুলে ধরা যায় না ৷’’

সবথেকে চিন্তার বিষয় হল, ওমিক্রনের মতোই ইহু-ও টিকার ধার ধারছে না ৷ কারণ, সর্বপ্রথম ফ্রান্সের যে নাগরিকের শরীরে করোনার এই সংস্করণটির খোঁজ মিলেছে, তিনি আগেই করোনার টিকা নিয়েছেন ৷ সম্প্রতি তিনি ক্যামেরুন গিয়েছিলেন ৷ সেখান থেকে ফেরার পরই তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ সূত্রের খবর, ক্যামেরুন থেকে ফেরার তিনদিন পর তাঁর মৃদু শ্বাসকষ্ট শুরু হয় ৷ গত নভেম্বর মাসের মাঝামাঝি করোনা পরীক্ষার জন্য তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে ৷

এরপরই গবেষকরা লক্ষ করেন, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হলেও তাঁর শরীরে বাসা বাঁধা ভাইরাসের চরিত্রের সঙ্গে ডেল্টার ফারাক রয়েছে ৷ অথচ, সেই সময়টায় অধিকাংশ মানুষ ডেল্টা ভ্যারিয়্যান্টেই আক্রান্ত হচ্ছিলেন ৷ পরে আরও পরীক্ষার পর বোঝা যায়, ওই ব্যক্তি ওমিক্রনেও আক্রান্ত হননি ৷ এরপর ওই এলাকারই আরও সাতজনের শরীরে করোনার এই নতুন ভ্য়ারিয়্যান্টের হদিশ মেলে ৷ আক্রান্তদের মধ্যে দু’জন প্রাপ্তবয়স্ক হলেও বাকি পাঁচজনের বয়স 15 বছরের কম ৷ অর্থাৎ নাবালকরাও সহজেই করোনার এই নয়া রূপের শিকার হচ্ছে ৷ এরপর এই আটজনেরই শরীর থেকে সংগৃহীত নমুনা জেরম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয় ৷ তাতে দেখা যায়, এই নতুন ভ্যারিয়্যান্টে কোভিড ভাইরাসের মোট 46 টি মিউটেশন (চরিত্র বদল) এবং 37 টি ডিলিশন (পূর্ববর্তী বৈশিষ্ট্য সম্পূর্ণ মুছে যাওয়া) হয়েছে ৷ আর তার জেরেই তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন এক রূপ ! তবে এ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করা দরকার বলে মনে করছেন গবেষকরা ৷

আরও পড়ুন : Food Delivery for Covid Patients : এক ফোনেই মিলবে খাবার, করোনা সংক্রামিতদের পাশে বিভিন্ন রেস্তরাঁ ও হোম ডেলিভারি সংস্থা

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) বা হু (WHO)-এর বক্তব্য হল, এখনও পর্যন্ত ইহু-কে তেমন ‘ভয়াবহ’ বলে মনে হচ্ছে না তাদের ৷ তবে এই নতুন ভ্যারিয়্যান্টের গতিপ্রকৃতির দিকে তাঁদের নজর রয়েছে বলে জানিয়েছেন হু-এর সংশ্লিষ্ট আধিকারিক আবদি মেহমুদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.