ETV Bharat / international

Malala Yousafzai : বার্মিংহামে ছোট্ট নিকাহ আসর, সঙ্গী আসারের সঙ্গে নতুন অধ্যায় শুরু মালালার

author img

By

Published : Nov 10, 2021, 7:26 AM IST

Updated : Nov 10, 2021, 8:05 AM IST

পাকিস্তানে থাকাকালীন তালিবান তাঁকে নজরে রেখেছিল ৷ স্কুল থেকে বাড়ি ফেরার সময় তালিবানি গুলি তাঁর মাথা ফুঁড়ে চলে যায় ৷ পরে বার্মিংহামে এনে চিকিৎসা করে তিনি এখন সুস্থ ৷ এবার জীবনের আরেক নয়া মোড় ৷ মঙ্গলবার সেখানেই সঙ্গী আসারকে বিয়ে করলেন বছর চব্বিশের মালালা ইউসুফজাই (Malala Yousafzai) ৷

মালালা ও আসার
মালালা ও আসার

লন্ডন, 10 নভেম্বর : বিয়ে করলেন মালালা ইউসুফজাই (Malala Yousafzai) ৷ বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী সমাজকর্মী নিজের টুইটার হ্যান্ডেলে এই বিশেষ দিনের ছবি দিয়ে বিশ্ববাসীর আর্শীবাদ চেয়েছেন ৷

মঙ্গলবার ইংল্যান্ডের বার্মিংহামে আয়োজন করা হয়েছিল একটি ছোট্ট নিকাহ আসর ৷ সেখানেই সঙ্গী আসারকে বিয়ে করলেন বছর চব্বিশের কনিষ্ঠতম নোবেলজয়ী ৷ পরিবারের সদস্যদের সঙ্গে নিজের ছবি পোস্ট করে মালালা লিখেছেন, "আজকের দিনটা আমার জীবনে উল্লেখযোগ্য ৷ আসার এবং আমি সারা জীবন একে অপরের সঙ্গে থাকব ৷ বার্মিংহামে আমাদের পরিবারের সদস্যদের সঙ্গে একটা সংক্ষিপ্ত নিকাহ অনুষ্ঠান হয়েছে ৷ আপনারা আমাদের আপনাদের প্রার্থনা পাঠান ৷ আগামী দিনে একসঙ্গে পথচলা নিয়ে আমরা উত্তেজিত ৷"

  • Today marks a precious day in my life.
    Asser and I tied the knot to be partners for life. We celebrated a small nikkah ceremony at home in Birmingham with our families. Please send us your prayers. We are excited to walk together for the journey ahead.
    📸: @malinfezehai pic.twitter.com/SNRgm3ufWP

    — Malala (@Malala) November 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2012-র 9 অক্টোবর বাসে বাড়ি ফেরার সময় তালিবানের গুলিতে মারাত্মক জখম হন মালালা ৷ গুলি তাঁর মাথায় লাগে ৷ পরে চিকিৎসার জন্য তাঁকে লন্ডনের বার্মিংহামে আনা হয় চিকিৎসার জন্য ৷ এখন তিনি ব্রিটেনে থাকেন ৷

আরও পড়ুন : মালালা দিবস : গুলি খেয়েও থামেনি নারীশিক্ষার দাবিতে আন্দোলন

তালিবানি কার্যকলাপের বিরুদ্ধে আগাগোড়াই প্রতিবাদ জানিয়েছেন মালালা ৷ সেজন্য তালিবানের নিশানাও হয়েছেন ছাত্রী মামালা ৷ পরে বার্মিংহামে গিয়ে পড়াশোনা শুরু করেন এবং প্রত্যেক লেখাপড়ার অধিকারের সপক্ষে তাঁর প্রচার চালিয়ে যান ৷ 2020-র জুন মাসে অক্সফোর্ড থেকে স্নাতক পাশ করেন ৷ এবার প্রতিবাদী সমাজকর্মীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হল ৷

Last Updated :Nov 10, 2021, 8:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.