ETV Bharat / international

যৌন হিংসার বিরুদ্ধে প্রচারের জন্য ভারতীয় সেনার মেজরকে সম্মানিত করছে রাষ্ট্রসংঘ

author img

By

Published : May 26, 2020, 4:53 PM IST

ভারতীয় সেনার মেজর সুমন গওয়ানিকে সম্মানিত করছে রাষ্ট্রসংঘ । তাঁর সঙ্গে এই পুরস্কার পাচ্ছেন ব্রাজিলের এক নৌসেনা কর্মী মন্তেরিও দে কাস্ত্রো আরৌজো ।

UN
UN

রাষ্ট্রসংঘ, 26 মে : ভারতীয় সেনার মেজর সুমন গওয়ানিকে সম্মানিত করছে রাষ্ট্রসংঘ । যৌন হিংসার বিরুদ্ধে প্রচার করেছেন তিনি । সুমনকে ‘2019 UN মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার ’ সম্মানে ভূষিত করা হবে । যৌন হিংসার বিরুদ্ধে প্রচারে সুমনকে ‘পাওয়ারফুল রোল মডেল’ বলে সম্বোধন করেন মুখ্যসচিব আন্তোনিও গুয়েরেস ।

আজ এই পুরস্কার বিজেতার নাম ঘোষণা করে রাষ্ট্রসংঘ । তারা জানায়, সুরক্ষিত পরিবেশ গড়ে তুলতে পেরেছেন সুমন গওয়ানি । তাঁর সমর্থন, নেতৃত্ব সাহায্য করেছে । যৌন হিংসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে 230 জন রাষ্ট্রসংঘ মিলিটারি অবজার্ভারের পরামর্শদাতার ভূমিকা পালন করেছেন ।

সুমনের সঙ্গে এই পুরস্কার পাচ্ছেন ব্রাজিলের এক নৌসেনা কর্মী মন্তেরিও দে কাস্ত্রো আরৌজো । শুক্রবার আন্তোনিও গুয়েরেস তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেবেন । আন্তোনিও বলেন, “এই শান্তীরক্ষীরা পাওয়ারফুল রোল মডেল । তাঁরা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছেন । প্রত্যেকের মনে বিশ্বাস তৈরি করেছেন ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.