ETV Bharat / international

সীমান্তে উত্তেজনার আবহেই মস্কোয় মুখোমুখি চিন-ভারতের বিদেশমন্ত্রী, কী বার্তা দিলেন জয়শংকর ?

author img

By

Published : Sep 11, 2020, 9:30 AM IST

russia
রাশিয়া

মস্কোয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পার্শ্ববৈঠকে অংশ নেন বিদেশমন্ত্রী জয়শংকর । উপস্থিত ছিলেন রাশিয়া ও চিনের বিদেশমন্ত্রীও । ত্রিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বৈঠকে । কিন্তু চিনের উদ্দেশে কী বার্তা দিয়েছেন জয়শংকর ?

মস্কো, 11 সেপ্টেম্বর : চিন-ভারত সীমান্তে তপ্ত আবহেই বৃহস্পতিবার মুখোমুখি হলেন ভারত ও চিনের বিদেশমন্ত্রী । মস্কোয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পার্শ্ব বৈঠকে অংশ নেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । উপস্থিত ছিলেন রাশিয়া ও চিনের বিদেশমন্ত্রীও । ত্রিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বৈঠকে । পাশাপাশি আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে । বৈঠকের উদ্যোক্তা ছিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ । বৈঠকের পরে জয়শংকর টুইট করেন ।

ত্রিপাক্ষিক বৈঠকের পর একটি প্রেস বিবৃতি দেওয়া হয় । তাতে জানানো হয়, রাশিয়া-ভারত-চিনের ত্রিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে । আন্তর্জাতিক ও জাতীয় স্তরে প্রতিটি দেশের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন বিদেশমন্ত্রীরা । একইসঙ্গে বিশ্বাসযোগ্যতা, বন্ধুত্ব প্রসঙ্গও উঠে এসেছে বৈঠকে ।

ভারত-চিন-রাশিয়ার বৈজ্ঞানিক ও শিল্পক্ষমতা আছে । তাই কোরোনা প্যানডেমিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে এই তিন দেশ সক্ষম হবে বলে সহমত হন বিদেশমন্ত্রীরা ।

কিন্তু মস্কোয় যাওয়ার আগেই চিনের উদ্দেশে যে বার্তা দিয়েছিলেন জয়শংকর, তার আঁচ কি পড়েনি বৈঠকে ? মস্কোয় বৈঠকে অংশ নেওয়ার আগে তিনি বলেছিলেন, সীমান্তে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে । গালওয়ানের পর এইবার প্যাংগং দক্ষিণ প্রান্তে সংঘর্ষ পরিস্থিতি। এই আবহে যদি দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠক হয়, তবে তাঁদের আলোচনায় অবশ্যই প্রভাব পড়বে বলে মনে করছিল রাজনৈতিক মহলের একাংশ । সূত্রের খবর, চিনের বিদেশমন্ত্রীর উদ্দেশে সেইরকমই বার্তা দিয়েছেন জয়শংকর ।

গতকাল ত্রিপাক্ষিক বৈঠকের পর দ্বিপাক্ষিক স্তরেও বৈঠক হয় চিন ও ভারতের । সীমান্তে শান্তি ফিরিয়ে আনার জন্য দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা চলে । বৈঠকের শেষে কোনও দেশের তরফেই অফিসিয়ালি কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি ।

তবে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী, জয়শংকর ও ওয়াংয়ের বৈঠকের মূল বিষয় ছিল লাদাখ । লাদাখ সীমান্তে পরিস্থিতি শান্ত করা এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা সরানোর বিষয়েই আলোচনা হয়েছে । লাদাখ সংঘর্ষ আবহে এই প্রথম মুখোমুখি জয়শংকর এবং ওয়াং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.