ETV Bharat / international

এখনই কোভিডের বুস্টার ডোজ তৈরির প্রয়োজন নেই, জানালেন হু-র প্রধান বিজ্ঞানী

author img

By

Published : Jun 21, 2021, 3:18 PM IST

বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন
বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন

করোনা ভাইরাসের মারাত্মক ভ্য়ারিয়্যান্টের বিরুদ্ধে এবার কোভিড-19 বুস্টার ডোজ নিয়ে গবেষণা শুরু করেছে বিভিন্ন দেশ ৷ কিন্তু হু-র প্রধান সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, এই পদক্ষেপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া সময়ের অনেক আগে নেওয়া হচ্ছে ৷

মেলবোর্ন, 21 জুন : এখনই কোভিড-19-এর বুস্টার ডোজের দরকার নেই বলে জানালেন হু-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন ৷ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিধ্বস্ত হয়ে বহু দেশই তৃতীয় ঢেউয়ের জন্য প্রস্ততি নিচ্ছে ৷ বিশেষ করে করোনা ভাইরাসের নিত্যনতুন ভ্যারিয়ান্টের আক্রমণে সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত ৷ সম্প্রতি করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়ান্টকে দুশ্চিন্তার বলা হচ্ছে ৷ করোনা ভাইরাসের এই ধরনটি ভারতেই প্রথম খুঁজে পাওয়া গিয়েছিল ৷

তাই বিভিন্ন দেশের বেশ কিছু সরকারি আর বেসরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা বেশি আক্রমণাত্মক করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কোভিড বুস্টার তৈরির চেষ্টা চালাচ্ছে ৷ এই পদক্ষেপ প্রসঙ্গেই স্বামীনাথন শুক্রবার জুমে একটি সাক্ষাৎকারে এ কথা জানান ৷

আরও পড়ুন : 88 দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমল মৃতের সংখ্যাও

তিনি বলেন, "এখুনি বুস্টার দরকার কি না, এ বিষয়ে অনুমোদন দিতে জরুরি কোনও তথ্য নেই আমাদের কাছে ৷ বিজ্ঞান এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে ৷"

তাঁর মতে, বিশ্বে এখনও পর্যন্ত বহু মানুষকে কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কাজই সম্পূর্ণ করা যায়নি ৷ সে ক্ষেত্রে এই বুস্টার তৈরির সিদ্ধান্ত সময়ের আগেই নেওয়া হচ্ছে ৷ এ বছরের শেষে সংক্রমণ ঠেকাতে বহু দেশ প্রয়োজনের বেশি ভ্যাকসিন দেওয়ার কথা ভাবছে, বিশেষত সার্স-কোভ-2 সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা যাদের ক্ষেত্রে বেশি ৷ তারা হু-র নির্দেশিকা জানাক সবাইকে, জানালেন স্বামীনাথন ৷

ভ্যাকসিনেশন সম্পূর্ণ করার ক্ষেত্রে অন্যান্য উন্নত দেশের থেকে এগিয়ে ব্রিটেন ৷ তবু ডেল্টা ভ্যারিয়্যান্ট সংক্রমণের খোঁজ পাওয়ায় কড়া বিধিনিষেধ জারি রেখেছিল তারা ৷ বিশ্বে প্রথম বুস্টার ডোজ নিয়ে গবেষণা চলছে ব্রিটেনে ৷ সাতটি ভিন্ন ভ্যাকসিন নিয়ে স্বেচ্ছাসেবকদের মধ্য়ে পরীক্ষানিরীক্ষা চালানো হচ্ছে বলে গত মাসে জানিয়েছিলেন ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক ৷

হয়তো শীতের আগে ফের সংক্রমণ নাগালে রাখতে কোভিড বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু করবে ব্রিটেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.