ETV Bharat / international

Taliban : বুরহানউদ্দিন বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টে কাবুল এডুকেশনাল ইউনিভার্সিটি করল তালিবান

author img

By

Published : Sep 21, 2021, 11:46 AM IST

বিশ্ববিদ্যালয়ের নাম বদলালো তালিবান
বিশ্ববিদ্যালয়ের নাম বদলালো তালিবান

ক্ষমতায় এসেই সব কিছু বদলাতে শুরু করেছে তালিবান সরকার ৷ এবার দেশের প্রাক্তন প্রেসিডেন্ট বুরহানউদ্দিনের নাম সরিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন নাম হল কাবুল এডুকেশনাল ইউনিভার্সিটি ৷

কাবুল, 21 সেপ্টেম্বর : নাম বদল হল আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ের ৷ প্রাক্তন প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানি (Burhanuddin Rabbani) বিশ্ববিদ্যালয়ের নাম বদলে হল কাবুল এডুকেশনাল ইউনিভার্সিটি (Kabul Educational University) ৷ সোমবার তালিবান সরকারের উচ্চ শিক্ষামন্ত্রক (Ministry of Higher Education) এ কথা ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ৷

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় আফগানিস্তানের বৌদ্ধিক সম্পত্তি ৷ তাই এর নাম কখনওই কোনও রাজনৈতিক নেতা বা কোনও জাতির নেতার নামে হওয়া উচিত নয় ৷ বিগত দু'দশক ধরে আফগানিস্তানে ভাষাগত, সাম্প্রদায়িক আর জাতিগত বৈষম্য ছিল ৷ তার ফলে বহু জায়গার নামে তার প্রভাব পড়েছে ৷

2009-এ আত্মঘাতী হামলায় নিজের বাড়িতেই মারা যান বুরহানউদ্দিন রব্বানি (Burhanuddin Rabbani) ৷ এর প্রতিবাদে ছাত্রদের মধ্যে বিক্ষোভ তৈরি হয়, তা ভয়ঙ্কর রূপ নেয় ৷ তখন বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় ওই প্রয়াত নেতার নামে, জানিয়েছে সংবাদমাধ্যম ৷

আরও পড়ুন : Taliban : মেয়েরা বাদ, আজ থেকে ছাত্র ও পুরুষ শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ তালিবানের

এর আগে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের (Hamid Karzai International Airport) নাম বদলে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর (Kabul International Airport) করে তালিবানরা ৷ আর মাউদ স্কোয়্যার (Maoud square) নাম পাল্টে পুরনো নাম 'পাবলিক হেলথ স্কোয়্যার' করা হয়েছে ৷ এমনকি উজবেকের ভাষাকে সরকারি ভাষার তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷

আফগানিস্তানের উত্তরের প্রদেশগুলিতে উজবেক ভাষী বহু মানুষের বসবাস ৷ এই ভাষাটিও সরকারি ভাষার অন্তর্ভুক্ত ছিল ৷ তালিবান সরকার ক্ষমতায় আসার পর নতুন পদ্ধতিতে দু'টি ভাষাকে সরকারি স্বীকৃতি দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.