ETV Bharat / international

Kovind on Indo Bangla Relation : বাংলাদেশকে সাহায্যে বদ্ধপরিকর ভারত, ঢাকায় আশ্বাস কোবিন্দের

author img

By

Published : Dec 17, 2021, 5:57 PM IST

গত বুধবার ঢাকায় যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind at Dhaka) ৷ বৃহস্পতিবার অংশ নেন মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ৷ শুক্রবার তিনি বাংলাদেশে থাকা ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ সেখানেই এই কথা বলেন (president ram nath kovind says india remain committed to assist bangladesh) ৷

president ram nath kovind says india remain committed to assist bangladesh
Kovind on Indo Bangla Relation : বাংলাদেশকে সাহায্যে বদ্ধপরিকর ভারত, ঢাকায় বললেন কোবিন্দ

ঢাকা, 17 ডিসেম্বর : শক্তিশালী অর্থনীতি ও আরও সমৃদ্ধির জন্য বাংলাদেশকে সহযোগিতার কাজ ভারত চালিয়ে যাবে (India Remain Committed to Assist Bangladesh) ৷ শুক্রবার এই কথা বলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ দুই প্রতিবেশী দেশের মধ্যে থাকা ভাল সম্পর্কের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ভাষাগত, সংস্কৃতিগত সম্পর্ককে ৷

এদিন বাংলাদেশে থাকা ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind meets Indian Community in Bangladesh) ৷ সেই অনুষ্ঠানেই তিনি এই কথা বলেন ৷ তাঁর কথায়, বাংলাদেশ ভারতীয়দের হৃদয়ে বারবার আলাদা জায়গায় রয়েছে ৷

1971 সালের 16 ডিসেম্বর ভারতের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনা ৷ ওই দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয় ৷ ওই দিন শেষ হয়েছিল মুক্তিযুদ্ধ ৷ স্বাধীন হয়েছিল বাংলাদেশ ৷ এই বছর মুক্তিযুদ্ধের 50 বছর (Golden Jubilee of Bangladesh Liberation War) ৷

সেই উপলক্ষ্যে গত বুধবার ঢাকায় যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind at Dhaka) ৷ রাষ্ট্রপতি হিসেবে এটাই তাঁর প্রথম ঢাকা সফর ৷ এই সফরে তিনি উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী পালনের অনুষ্ঠানে ৷

আরও পড়ুন : Kovind inaugurates Ramna Kali Mandir : ঢাকায় নবনির্মিত রমনা কালী মন্দিরের উদ্বোধনে কোবিন্দ

শুক্রবার তিনি ফিরে আসেন দেশে ৷ তার আগে সকালে যান ঢাকার রমনা কালী মন্দিরে ৷ সেখানে তিনি নতুন করে তৈরি হওয়া ওই মন্দিরের উদ্বোধন করেন ৷ তার পর বাংলাদেশের ভারতীয়দের সঙ্গে দেখা করতে যান ৷ সেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের কথা বলার পাশাপাশি তিনি জানান, ভবিষ্যতেও এই সম্পর্ক একই রকম থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.