ETV Bharat / international

Kovind inaugurates Ramna Kali Mandir : ঢাকায় নবনির্মিত রমনা কালী মন্দিরের উদ্বোধনে কোবিন্দ

author img

By

Published : Dec 17, 2021, 4:31 PM IST

বাংলাদেশ সফরের শেষ দিনে ঢাকায় নবনির্মিত রমনা কালী মন্দিরের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind inaugurates historic Sri Ramna Kali Mandir at Dhaka) ৷ 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই মন্দির ধ্বংস করে পাকিস্তানী সেনা ৷

president ram nath kovind inaugurates historic sri ramna kali mandir at dhaka
Kovind inaugurates Ramna Kali Mandir : ঢাকায় নবনির্মিত রমনা কালী মন্দিরের উদ্বোধনে কোবিন্দ

ঢাকা, 17 ডিসেম্বর : তিনদিনের বাংলাদেশ সফরের শেষদিনে ঢাকার রমনা কালী মন্দিরে গেলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ শুক্রবার তিনি পুনর্নির্মিত ওই মন্দিরের উদ্বোধন করেন (Kovind inaugurates Ramna Kali Mandir) ৷ 50 বছর আগে মুক্তিযুদ্ধের সময় ওই মন্দির ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানি সেনা ৷

1971 সালের 16 ডিসেম্বর ভারতের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনা ৷ ওই দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয় ৷ ওই দিন শেষ হয়েছিল মুক্তিযুদ্ধ ৷ স্বাধীন হয়েছিল বাংলাদেশ ৷ এই বছর মুক্তিযুদ্ধের 50 বছর ৷

সেই উপলক্ষ্যে গত বুধবার ঢাকায় যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind at Dhaka) ৷ রাষ্ট্রপতি হিসেবে এটাই তাঁর প্রথম ঢাকা সফর ৷ এই সফরে তিনি উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী পালনের অনুষ্ঠানে ৷

শুক্রবার সকালে তিনি রমনা কালী মন্দিরে যান ৷ সঙ্গে ছিলেন স্ত্রী সবিতা কোবিন্দ ৷ নতুন করে তৈরি করা ওই মন্দিরের উদ্বোধন করেন তিনি ৷ পুজোও দেন ৷

1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সেনা মারাত্মক দমন-পীড়ন শুরু করেছিল ৷ সেই সময় অপারেশন সার্চলাইটের মতো একাধিক গণহত্যাও করেছিল ৷ সেই সময় ওই রমনা কালী মন্দিরে আগুন ধরিয়ে দেয় পাকিস্তানি সেনা ৷ সেই সময় মন্দিরের ভিতরে ভক্ত ও অন্যরা পুড়ে মারা গিয়েছিলেন ৷ সেই মন্দির অবশেষে নতুন করে তৈরি করা হল ৷ যে মন্দির তৈরিতে ভারতও সাহায্য করেছে বাংলাদেশকে ৷

আরও পড়ুন : President Kovind attends Victory Day Parade : ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন রাষ্ট্রপতি কোবিন্দ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.