ETV Bharat / international

President Kovind attends Victory Day Parade : ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন রাষ্ট্রপতি কোবিন্দ

author img

By

Published : Dec 16, 2021, 4:58 PM IST

বৃহস্পতিবার ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind attends Victory Day Parade at Dhaka) ৷ মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷

president ram nath kovind attends victory day parade at dhaka
President Kovind attends Victory Day Parade : ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন রাষ্ট্রপতি কোবিন্দ

ঢাকা, 16 ডিসেম্বর : মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সম্মানীয় অতিথি হিসেবে বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind attends Victory Day Parade at Dhaka) ৷ ভারতের রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এম আব্দুল হামিদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ একাধিক মন্ত্রী, কূটনীতিক ও আরও অনেক অতিথি ৷

পাকিস্তানের বিরুদ্ধে সেই লড়াইয়ে ভারতের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ ৷ তাই মুক্তিযুদ্ধ জয়ের লড়াইয়ে ভারতের তিনবাহিনীর 122 জন জওয়ানও অংশ নিয়েছেন এই কুচকাওয়াজে ৷ ভারতীয় সেনা যখন কুচকাওয়াজ করল, তখন উপস্থিত দর্শকরা তুমুল হর্ষধ্বনিতে তাদের স্বাগত জানিয়েছেন ৷

গতকাল, বুধবার বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind) ৷ এই প্রথম তিনি বাংলাদেশে গিয়েছেন ৷ তাঁর এবারের বাংলাদেশ সফর তিনদিনের ৷ করোনা প্যানডেমিকের পর তিনি এই প্রথম বিদেশ সফর করছেন ৷

তিনি 1971 সালের মিগ-21 এর একটি প্রতিকৃতি তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের হাতে ৷ ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, আসল যুদ্ধবিমানটি রয়েছে বাংলাদেশের জাতীয় সংরক্ষণালয়ে ৷

আরও পড়ুন : 50th Vijay Diwas : বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা স্মরণ করে টুইট মোদির

এদিকে বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বাংলাদেশের রাষ্ট্রপতি হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ৷ সেখানে মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.