ETV Bharat / international

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে উঠতে পারে "কুলভূষণ অর্ডিন্যান্স"

author img

By

Published : Jul 28, 2020, 2:27 AM IST

Kulbhushan ordinance
ফাইল ছবি

বিরোধী শিবিরের প্রবল বাধার মধ্যেও ইমরান খানের সরকার রায় পুনর্বিবেচনা করার অর্ডিন্যান্স পেশ করতে চলেছে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ।

ইসলামাবাদ, 27 জুলাই : পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে উঠতে চলেছে কুলভূষণকে নিয়ে আন্তর্জাতিক আদালতের পাঠানো রায় পুনর্বিবেচনা করার নির্দেশ । বিরোধী শিবিরের প্রবল বাধার মধ্যেও ইমরান খানের সরকার এই অর্ডিন্যান্স পেশ করতে চলেছে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ।

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের মিলিটারি কোর্টে কুলভূষণকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর থেকেই দিল্লির তরফ থেকে জোরদার বিরোধিতা শুরু হয় ৷ আন্তর্জাতিক আদালতে ওঠে মামলা ৷ এরপর আন্তর্জাতিক আদালত নির্দেশ দিয়েছিল, ভারতীয় চর সন্দেহ ধৃত কূলভূষণ যাদবকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য পাকিস্তান হাইকোর্টে আবেদনের সুযোগ দিতে হবে । কুলভূষণের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করার সময় ভারতেরও প্রতিনিধি থাকতে হবেসেখানে ৷ এরপর কেটে গেছে প্রায় এক বছর ৷

এরপর 17 জুলাই কুলভূষণ যাদবের জন্য তৃতীয় কনসুলার অ্যাকসেসের প্রস্তাব দেয় পাকিস্তান । কিন্তু প্রবল বিরোধিতা শুরু হয় । বিরোধীদের তরফে বলা হতে থাকে, ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের গুপ্তচর কুলভূষণের শাস্তি রদ হয়ে যাবে এতে । তাদের দাবি, কুলভূষণ কোনও একটি গোপন চুক্তি করছিল সেদেশে । যদিও দিল্লির তরফে পাকিস্তানের এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে ।

ইমরান বিরোধী শিবির পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষে এই অর্ডিন্যান্সের জোরালো বিরোধিতা করতে পারে বলে জানা যাচ্ছে । পাকিস্তানের জাতীয় নিরাপত্তার দাবি তুলে সরব হতে পারে তারা ।

তবে, কুলভূষণ যে ভারতের গুপ্তচর নয়, সেকথা বারবার বলে এসেছে দিল্লি ৷ কুলভূষণ নৌসেনা থেকে অবসর নেওয়ার পর ইরানে নিজের ব্যক্তিগত ব্যবসা চালাতেন ৷ সেখান থেকেই তাঁকে অপহরণ করা হয়েছে বলে বারবার জানানো হয়েছে দিল্লি থেকে ৷ কিন্তু পাকিস্তান বলছে, তাঁকে বালুচিস্তান থেকে গ্রেপ্তার করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.