ETV Bharat / international

Afghanistan Blast : কান্দাহারের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 7

author img

By

Published : Oct 15, 2021, 10:11 PM IST

তালিবান মুখপাত্র বিলাল কারিমি এই বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছেন ৷ ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন ৷

Afghanistan Blast
কান্দাহারের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে 7

কাবুল, 15 অক্টোবর : শুক্রবার আফগানিস্তানের এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 7 জনের মৃত্য়ু হল ৷ জানা গিয়েছে, দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার শহরের এক মসজিদে এদিন জুম্মার প্রার্থনা করতে জমায়েত হয়েছিলেন শিয়া সম্প্রদায়ের বহু মানুষ ৷ সেই সময় ঘটে এই বিস্ফোরণ ৷ ঘটনায় আহত হয়েছেন 13 জন ৷

এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার না করলেও মনে করা হচ্ছে এর পিছনে আইএস জঙ্গি গোষ্ঠীর হাত থাকতে পারে ৷ বর্তমানে আফগানিস্তানের মসনদে ক্ষমতাসীন তালিবানের সঙ্গে আইএসের বিবাদ পুরনো ৷ গত শুক্রবারই উত্তর আফগানিস্তানের এক মসজিদে বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ ৷ সেই ঘটনাতেও উঠে এসেছিল আইএসের নাম ৷

আরও পড়ুন : Afghanistan Blast : ভয়াবহ বিস্ফোরণ আফগানিস্তানের মসজিদে, মৃত কমপক্ষে 100

তালিবান মুখপাত্র বিলাল কারিমি এই বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছেন ৷ ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.