ETV Bharat / international

Bill Gates on Omicron: হয়ত করোনাকালের সবচেয়ে খারাপ সময়ে প্রবেশ করছি : বিল গেটস

author img

By

Published : Dec 22, 2021, 11:49 AM IST

আমরা হয়ত করোনাকালের সবচেয়ে খারাপ সময়ে (Worst Part Of Pandemic) প্রবেশ করতে চলেছি ৷ ওমিক্রন নিয়ে এমনই আশঙ্কা প্রকাশ করে মানুষকে সতর্ক (Bill Gates alerts public over Omicron) করলেন বিল গেটস (Bill Gates on Omicron)৷

we-could-be-entering-worst-part-of-pandemic-bill-gates-alerts-public-over-omicron
আমরা হয়তো অতিমারীর সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করছি : বিল গেটস

ওয়াশিংটন, 22 ডিসেম্বর : আমরা করোনাকালের সবচেয়ে মারাত্মক সময়ে (Worst Part Of Pandemic) হয়ত প্রবেশ করতে চলেছি ৷ ওমিক্রন নিয়ে এমনই আশঙ্কার কথা শোনালেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates on Omicron)৷ করোনার নয়া ভ্যারিয়েন্ট সম্পর্কে মানুষকে সতর্ক করতে পরের পর টুইট করলেন তিনি ৷ জানালেন যে, আগামী কয়েকদিনে তিনি ছুটি কাটানোর যে পরিকল্পনা করেছিলেন, ওমিক্রন (Bill Gates alerts public over Omicron) আবহে তা সব বাতিল করে দিয়েছেন ৷

তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অনেকেই ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছেন বিল গেটস (Bill Gates tweet)৷ সেই কারণেই তাঁর আশঙ্কা, "ঠিক যেই সময়টা মনে হচ্ছে যে জীবনটা আবার স্বাভাবিক পথে ফিরবে, তখনই আমরা হয়ত মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করব ৷ আমাদের সবার বাড়িতে হানা দেবে ওমিক্রন ৷ আমার ঘনিষ্ঠ বন্ধুরা ইতিমধ্যেই আক্রান্ত ৷ আমি আমার বেশিরভাগ ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করে দিয়েছি ৷"

  • Just when it seemed like life would return to normal, we could be entering the worst part of the pandemic. Omicron will hit home for all of us. Close friends of mine now have it, and I’ve canceled most of my holiday plans.

    — Bill Gates (@BillGates) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওমিক্রন সংক্রমণের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিলিয়নেয়ার লিখেছেন, "ইতিহাসের যে কোনও ভাইরাসের থেকে দ্রুত গতিতে ছড়াচ্ছে ওমিক্রন ৷ খুব শিগগিরই বিশ্বের সব দেশে এটি দেখা দেবে ৷" ওমিক্রন সম্পর্কে আমাদের সীমিত জ্ঞানও যে যথেষ্ট চিন্তার, তাও মনে করিয়ে দিয়েছেন বিল গেটস ৷ তাঁর কথায়, "ওমিক্রন আপনাকে কতটা অসুস্থ করবে, সেটাই আমাদের অজানা ৷ এটা এতটাই সংক্রামক যে আমাদের দেখা সংক্রমণের হারকে এটি ছাপিয়ে যাবে ৷"

আরও পড়ুন: WHO Warning On Omicron: ওমিক্রনের বাড়-বাড়ন্তে বাড়ছে উদ্বেগ, বুস্টারে জোর হু-র

  • Omicron is spreading faster than any virus in history. It will soon be in every country in the world.

    — Bill Gates (@BillGates) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আমেরিকায় যখন সাংঘাতিক হারে ওমিক্রনের থাবা জাঁকিয়ে বসেছে, তখনই দেশবাসীকে সতর্ক করে এই বার্তা দিলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ৷ আমেরিকায় (Omicron sweeps across US) গত এক সপ্তাহে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা 3 শতাংশ থেকে এক লাফে বেড়ে 73 শতাংশ হয়ে গিয়েছে ৷ এই অবস্থায় মাস্ক পরা, বাড়িতে বড় কোনও জমায়েত থেকে বিরত থাকা ও টিকাকরণে জোর দিয়েছেন বিল গেটস ৷ বাড়তি সুরক্ষার জন্য তাঁর মুখে শোনা গিয়েছে বুস্টার ডোজের কথা ৷

  • The big unknown is how sick omicron makes you. We need to take it seriously until we know more about it. Even if it’s only half as severe as delta, it will be the worst surge we have seen so far because it’s so infectious.

    — Bill Gates (@BillGates) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Omicron Surge : ওমিক্রন আনতে পারে তৃতীয় ঢেউ, রাজ্যগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ কেন্দ্রের

তবে সবশেষে আশার কথাও শুনিয়েছেন বিলিয়নেয়ার ৷ তাঁর আশা, "একটাই ভাল খবর যে, ওমিক্রন এত দ্রুত এগোচ্ছে যে এক সময়ে এটি দেশজুড়ে ডমিন্যান্ট হবে এবং 3 মাসেরও কম সময় এই ঢেউ টিকবে ৷ সারা জীবন এ ভাবে কাটবে না ৷ একদিন প্যানডেমিক শেষ হবে ৷ খুব শিগগিরই সেই দিন আসবে ৷"

  • There will be more breakthrough cases in people who are vx’d, which sounds concerning but is purely a factor of how many people are vx’d and how fast this variant is spreading. Vaccines are designed to prevent people from getting seriously ill or dying & are doing that well.

    — Bill Gates (@BillGates) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Omicron dampens Christmas cheer: ওমিক্রন আতঙ্কে বিশ্বে ফিকে বড়দিনের আনন্দ ! ফের লকডাউন, ঘরেও বাধ্যতামূলক মাস্ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.