ETV Bharat / international

কিম জং উনকে বিমানবাহিনীর ওয়ানে চড়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প

author img

By

Published : Feb 23, 2021, 1:46 PM IST

trump
Donald Trump

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম-জং-উনকে ভিয়েতনাম শীর্ষ সম্মেলনের পরে সে দেশের বিমানে চড়ার প্রস্তাব দিয়েছিলেন

ওয়াশিংটন, 23 ফেব্রুয়ারি : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম-জং-উনকে ভিয়েতনাম শীর্ষ সম্মেলনের পরে সেদেশের বিমানে চড়ার প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি ট্রাম্পের প্রাক্তন এক অফিসার এই খবর জানিয়েছে। এই প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প কারও সঙ্গে পরামর্শও করেননি বলেও উল্লেখ্য করেন তিনি।

এই প্রাক্তন আধিকারিক ট্রাম্পের সঙ্গে উনের নিবিড় সম্পর্কের কথাও তুলে ধরেন। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদের এশিয়া বিশেষজ্ঞ ম্যাথু পোটিঙ্গার এই বিষয়ে একই তথ্য তুলে ধরেন। তিনি আরও বলেন, ট্রাম্প জানতেন যে উন চিনের হ্যানয়ের মধ্যে ট্রেনে যাতায়াত করেছিলেন। যদিও উন ট্রাম্পের সেই প্রস্তাবকে অস্বীকার করেছিলেন।

উন তার দেশের সমস্ত মার্কিন নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহারের আহ্বান জানানোর পরে ট্রাম্প কোনও যৌথ চুক্তি ছাড়াই হ্যানয় শীর্ষ সম্মেলন শেষ করার সঙ্গে সঙ্গে নৃশংস একনায়ককে দেওয়া চমকপ্রদ প্রস্তাব আসে। ট্রাম্পের পক্ষে এটি অসম্ভব ছিল। যিনি বলেছিলেন যে উন তার পারমাণবিক অস্ত্রাগার ভেঙে দেওয়ার জন্য কিছু পদক্ষেপ করার প্রস্তাব করেছিলেন। কিন্তু দেশটিতে দুর্বৃত্তকরণ নিষেধাজ্ঞাগুলির অবসান ঘটিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না।

ট্রাম্পের এই প্রস্তাবের কারণে উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের তদারকি করা এক স্বৈরশাসকের উনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের নতুন তদন্তের জোরালো সম্ভাবনাও রয়েছে। শীর্ষ সম্মেলনের সময় উনের সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প মানবাধিকারের কোনও উল্লেখ এড়াতে পেরেছিলেন। পরিবর্তে আর্থিক বিনিয়োগের সম্ভাবনাগুলিকে কেন্দ্র করে যদি উন পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে রাজি হন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.