ETV Bharat / international

Dr Anthony Fauci on Omicron : ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা বেশি, কিন্তু ক্ষতিকর নয়, বললেন অ্যান্থনি ফসি

author img

By

Published : Dec 8, 2021, 8:44 AM IST

Updated : Dec 8, 2021, 5:45 PM IST

নতুন সার্স কোভ-2 ভ্যারিয়্যান্ট ওমিক্রন নিয়ে ফের আতঙ্কিত গোটা বিশ্ব ৷ আমেরিকার অ্যালার্জি এবং ইনফেকশাস ডিজিজেস সংস্থার প্রধান ডাঃ অ্যান্থনি ফসি জানালেন ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা বেশি, তার চরিত্র ক্ষতিকর নয় ৷ (Evidence suggests Omicron has 'increased infectivity' but no 'severe profile)

Dr Anthony Fauci on Omicron
ডাঃ অ্যান্থনি ফসি

ওয়াশিংটন, 8 ডিসেম্বর : করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা বেশি (Omicron has increased infectivity), কিন্তু তার চরিত্র মোটেও সাংঘাতিক ক্ষতিকর (no severe profile) নয় ৷ বললেন ডাঃ অ্যান্থনি ফসি ৷ 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস'-এর ডিরেক্টর বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখে ওমিক্রন আতঙ্ক নিয়ে বিশ্বকে আশ্বস্ত করলেন ৷

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, ডাঃ ফসি হোয়াইট হাউজ়ে (White House briefing) বলেন, "সংক্রমণ ক্ষমতার (transmissibility) দিকে লক্ষ করলে বোঝা যাবে, আমাদের কাছে আণবিক প্রমাণ (molecular evidence) রয়েছে ৷ এতে দেখা যাচ্ছে, ওমিক্রনের মিউটেশন এবং অন্য ভ্যারিয়্যান্টগুলোর মিউটেশনের (mutations) মধ্যে ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা (increased infectivity) বেশি ৷"

তিনি আরও জানান, আক্ষরিক অর্থে প্রতিদিন যে ভাবে বিশ্বে এর সংক্রমণের প্রমাণ মিলছে, তাতে এই সিদ্ধান্তে পৌঁছানো যায়, সংক্রামিতের সংখ্যা বেড়ে চলেছে ৷ এর ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি এবং কিছু কিছু ক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়্যান্টকে দ্রুত হঠিয়ে ওমিক্রন (replacement of Delta by Omicron) জায়গা করে নিয়েছে ৷ যদিও ডাঃ ফসি এও জানিয়েছেন, এত তাড়াতাড়ি সার্স-কোভ-2-এর নতুন ধরন ওমিক্রনের (Omicron variant) ক্ষতিকারক চরিত্র নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় ৷

আরও পড়ুন : Omicron in India : ওমিক্রনের হানা এবার রাজস্থানে, জয়পুরে সংক্রমিত 9

দক্ষিণ আফ্রিকার একটি তথ্য তুলে ধরে তিনি বলেন, "সংক্রমণের যে সব খবর পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে ওমিক্রনের চরিত্র খুব ক্ষতিকর নয় ৷ দক্ষিণ আফ্রিকার একটি গবেষণা জানাচ্ছে, যাঁরা ইতিমধ্যে করোনাভাইরাসের বিটা বা ডেল্টা ভ্যারিয়্যান্টে (coronavirus variants Beta and Delta) আক্রান্ত হয়েছেন, তাঁদের এই ভ্যারিয়্যান্টে ফের সংক্রামিত (reinfection with Omicron) হওয়ার সম্ভাবনা বেশি ৷"

আগামী কয়েক সপ্তাহে বিশ্ব ওমিক্রন সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবে বলে আশা প্রকাশ করেন ডাঃ ফসি ৷ তাঁর মতে দক্ষিণ আফ্রিকায় সংক্রামিতের সংখ্যা বেশি হওয়ায় সেখান থেকেই প্রথম এর ক্ষতিকর চরিত্রের তথ্য সামনে আসতে পারে ৷

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি বলেন, "সংক্রামিত রোগীকে হাসপাতালে ভর্তি করতে হলে এবং তাঁর মৃত্যু হলে, এগুলোই সব সময় ধীরে ধীরে ক্ষতিকর ভ্যারিয়্যান্টকে চিনিয়ে দেয় ৷" তিনি জানান, এই ভ্যারিয়্যান্টের চরিত্র নিয়ে নির্দিষ্ট কিছু বলতে হলে অন্ততপক্ষে আরও বেশি কিছু সপ্তাহ লাগবে ৷ ডাঃ ফসি বলেন, "আমি বলব আগামী কয়েক সপ্তাহের আগে এ নিয়ে সুস্পষ্ট করে বলা সম্ভব নয় ৷"

আরও পড়ুন : Omicron in India : মহারাষ্ট্রে ফের ওমিক্রনের থাবা, নাইজেরিয়া ফেরত একাধিক ব্যক্তির দেহে ধরা পড়ল সংক্রমণ

হু-র তথ্য অনুযায়ী, 9 নভেম্বর কোভিড-19-এর (COVID-19) এই নতুন ভ্যারিয়্যান্ট বি.1.1.529 (B.1.1.529) সংক্রমণের খোঁজ পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায় (South Africa) ৷ 26 নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়্যান্টের নাম দেয় 'ওমিক্রন' (Omicron) ৷ একে দুশ্চিন্তাজনক ভ্যারিয়্যান্টের (variant of concern) তালিকাভুক্ত করে হু ৷

Last Updated : Dec 8, 2021, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.