ETV Bharat / headlines

হোম কোয়ারানটিনেই কোরোনামুক্ত গোয়েন্দা আধিকারিক

author img

By

Published : Jul 3, 2020, 2:52 AM IST

শরীরে কোরোনার কোনও উপসর্গ ছিল না । কিন্তু সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায়, তিনি কোরোনায় আক্রান্ত । এরপর থেকে চিকিৎসকদের পরামর্শ নিয়ে বাড়িতেই ছিলেন তিনি । আর তাতেই সুস্থ হয়ে ওঠেন ৷

kol
kol

কলকাতা, 2 জুলাই : হোম কোয়ারানটিনে থেকেই কোরোনামুক্ত হলেন কলকাতা পুলিশকর্মী । তাঁর বাবাও কোরোনামুক্ত হয়েছেন । আজ তাঁকে বরণ করে নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ । আজ তিনি আবার কাজে যোগ দিলেন ।

গোয়েন্দা বিভাগের এক কর্মী সংক্রমিত হওয়ায় তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । জুনের মাঝামাঝি সময় সেই নমুনা পাঠানো হয় ।পাঠানো হয়েছিল এই কর্মীর সোয়াবও । তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গ দেখা যায়নি । কিন্তু রিপোর্ট আসার পর জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ । এরপর তাঁর পরিবারের সকলের নমুনা পরীক্ষা করা হয় । জানা যায়, তাঁর বাবাও কোরোনায় সংক্রমিত হয়েছেন ।

ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রক এবং স্বাস্থ্যদপ্তরের তরফে উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে । সেই নিয়ম মেনে বাড়িতেই চিকিৎসা হয় ওই সাব-ইন্সপেক্টরের । নির্দেশিকা মেনে স্বাস্থ্যদপ্তরের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন তিনি । স্বাস্থ্যদপ্তরের পরামর্শ মেনে তিনি নিয়মিত তাঁর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য জানান । ওষুধ খান । এরপরই সুস্থ হয়ে ওঠেন তিনি । তাঁর সোয়াবের নমুনা পুনরায় পরীক্ষা করা হয় । জানা যায়, তিনি কোরোনামুক্ত হয়েছেন । সুস্থ হয়ে উঠেছেন তাঁর বাবাও । পুলিশকর্মীর সুস্থ হওয়ার খবরে স্বস্তিতে লালবাজারের গোয়েন্দা বিভাগ ।


আজ আবার কাজে যোগ দেন তিনি । তাঁকে স্বাগত জানায় লালবাজারের গোয়েন্দা বিভাগ । তাঁর সুস্থতার খবরে খুশি যুগ্ম-কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.