ETV Bharat / entertainment

Notice to UP Mein Ka Ba Singer: 'ইউপি মে কা বা' খ্যাত গায়িকা নেহাকে শোকজ নোটিশ উত্তরপ্রদেশ পুলিশের

author img

By

Published : Feb 22, 2023, 6:03 PM IST

UP Mein Ka Ba Singer ETV Bharat
নেহা সিং রাঠোর

'ইউপি মে কা বা' (Notice to UP Mein Ka Ba Singer) খ্যাত গায়িকা নেহা সিং রাঠোরকে শোকজ নোটিশ পাঠাল উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police)৷ বেশ কয়েকটি প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে তাঁকে ৷

লখনউ, 22 ফেব্রুয়ারি: 'ইউপি মে কা বা'-খ্যাত গায়িকা (Notice to UP Mein Ka Ba Singer) নেহা সিং রাঠোরকে শো-কজ নোটিশ পাঠাল উত্তরপ্রদেশ পুলিশ ৷ কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়, সে সম্পর্কে জবাব দেওয়ার জন্য তাঁকে তিনদিন সময় দেওয়া হয়েছে । পুলিশ (Uttar Pradesh Police) জানিয়েছে যে, ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক বিভাগের অধীনে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে গায়িকার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ।

নেহা (Neha Singh Rathore) তাঁর টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন । ভিডিয়োতে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে বিদ্রুপসূচক একটি ব়্যাপ গেয়েছেন তিনি ৷ তার মাধ্যমেই তিনি ভক্তদের বুঝিয়ে দিয়েছেন যে, যোগীরাজ্যের পুলিশ তাঁকে নোটিশ পাঠিয়েছে । 2022 সালে উত্তরপ্রদেশ রাজ্য বিধানসভা নির্বাচনের সময় নেহা সিং রাঠোরের 'ইউ মে কা বা সিজন টু' গানটি খবরের শিরোনামে এসেছিল ।

রাজ্য সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ জন্য গায়িকার কাছে একটি সাত পয়েন্টের প্রশ্নপত্র পাঠিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ তারা গায়িকাকে নোটিশ দিয়ে জানিয়েছে যে, নেহার গান সমাজে বিভেদ সৃষ্টি করেছে ৷ ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে নিজের গান আপলোড করেন নেহা সিং রাঠোর ৷

আরও পড়ুন: বদলে গেল টাইগারের 'গণপথ' মুক্তির তারিখ

উত্তরপ্রদেশ পুলিশের প্রশ্নপত্রে নেহাকে বলা হয়েছে, তিনি যেন ভিডিয়োতে নিজেকে শনাক্ত করেন । ভিডিয়োটি যদি আসল হয়, তাহলে ভিডিয়োর 'ইউপি মে কা বা' সিজন 2 গানটি আপলোড করতে ব্যবহৃত ইমেল আইডিটি সঠিক কি না তা দেখতে বলা হয়েছে । এছাড়াও নেহাকে তাঁর টুইটার হ্যান্ডেল @nehafolksinger এবং সেই সঙ্গে তাঁর ই মেইল আইডি শনাক্ত করতে বলা হয়েছিল ।

গানে ব্যবহৃত কথা তিনি নাকি অন্য কোনও ব্যক্তি লিখেছেন, তাও জানতে চাওয়া হয়েছে গায়িকার থেকে ৷ এই গানের সুরকারের বিষয়ে জানতেও এই একই প্রশ্ন করা হয়েছে নেহাকে ৷ তাঁর গানের শব্দ সমাজে কী প্রভাব ফেলেছে, সে সম্পর্কে তিনি সচেতন কি না, গায়িকাকে সেই প্রশ্নও করেছে উত্তরপ্রদেশ পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.