ETV Bharat / entertainment

Neem Phuler Madhu: বিয়ের আবহ নিয়ে আসছে 'নিম ফুলের মধু', শুটিং ফ্লোরে বসেছে নহবত

author img

By

Published : Nov 12, 2022, 10:54 AM IST

Updated : Nov 12, 2022, 2:14 PM IST

বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'নিম ফুলের মধু'(New Bengali Serial Neem Phuler Madhu)। 'মিঠাই'-এর স্লটেই আসছে এই নয়া ধারাবাহিক ।

Neem Phuler Madhu
বিয়ের আবহ নিয়ে আসছে 'নিম ফুলের মধু', শুটিং ফ্লোরে বসেছে নহবত

কলকাতা, 12 নভেম্বর: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'নিম ফুলের মধু'(New Bengali Serial Neem Phuler Madhu)। 'মিঠাই'-এর স্লটে আসছে এই ধারাবাহিক (Neem Phuler Madhu)। 'ভানুমতীর খেল', 'বাঘবন্দি খেলা', 'যমুনা ঢাকি'র পর এবার ফের একবার ওই একই চ্যানেলে রুবেল দাস । এবার তিনি জুটি বাঁধছেন পল্লবী শর্মার সঙ্গে । জবা থুড়ি পল্লবীকে আজও মনে রেখেছে দর্শক । এই ধারাবাহিক একান্নবর্তী পরিবারের গল্প বলে ।

উত্তর কলকাতার বনেদি দত্তবাড়িতে বউ হয়ে আসে পর্ণা । সে একান্নবর্তী পরিবারের মেয়ে হলেও আজ সে কেবল বাবা, মা আর ভাইয়ের সঙ্গে কলকাতায় থাকে । তার বিয়ে হয় দত্ত বাড়ির ছেলে সৃজনের সঙ্গে । সৃজন আবার মায়ের কথায় ওঠে বসে । সে নাকি বেশ কিপটেও । এহেন সৃজনের সঙ্গে কেমন জমবে পর্ণার সংসার । প্রসঙ্গত, হঠাত বিয়ে, ঘটনাচক্রে বিয়ে, দুর্ঘটনাক্রমে বিয়ে--- এই সব আজকের বাংলা ধারাবাহিকের নয়া ট্রেন্ড । কিংবা স্বামী-স্ত্রীর একে অপরকে আপনি আজ্ঞে সম্বোধন বা অন্য কোনও অদ্ভুত নামে ডাকাও আজকের ঘরনা। সেই সবের ছক ভেঙে 'নিম ফুলের মধু' হাঁটবে বাস্তবের একেবারে চেনা ছকে । রীতিমতো দেখে শুনে, সম্বন্ধ করে বিয়ে হবে পর্ণা-সৃজনের । শুরু হবে তাদের সংসার ।

বিয়ের আবহ নিয়ে আসছে 'নিম ফুলের মধু', শুটিং ফ্লোরে বসেছে নহবত

সেখানে বহু মানুষের একসঙ্গে বসবাস । বাড়ির কর্ত্রী ঠাম্মা হেমনলিনী দেবীর অঙ্গুলিহেলনে চলে সংসার । বাড়ির বউমা কিংবা ছেলে কারও ক্ষমতা নেই তাঁর কথা অমান্য করার । ঠাম্মা আবার পর্ণাকে পছন্দ করে । পর্ণাকে ঠাম্মাই বলে, বিয়ের প্রথম বছর হল নিম ফুলের মধুর মতো । এর পরের টুকু জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক ।

আরও পড়ুন:2007 সাল থেকে দীপিকার দিকে তাকিয়ে রয়েছেন, বললেন শাহরুখ

ধারাবাহিকের চিত্রনাট্য লিখছেন শাশ্বতী ঘোষ এবং সৌভিক চক্রবর্তী । পরিচালক অনুপ চক্রবর্তী । বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন লিলি চক্রবর্তী , রুবেল দাস এবং পল্লবী শর্মা । এ ছাড়াও আছেন প্রসূন গাইন, মানসী সেনগুপ্ত, অর্ঘ্য মুখোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, উদয় প্রতাপ সিং, নবনীতা মালাকার-সহ আরও অনেকে । ইন্দ্রপুরী স্টুডিয়োতে নব দম্পতিকে আশীর্বাদ করে ঠাম্মা । এদিন শুটিং ফ্লোরেই বিয়ের আয়োজন করা হয় পর্ণা-সৃজনের । মালাবদল হয় উলু আর শঙখধ্বনিতে । এখানেই শেষ নয়, দত্ত বাড়িতে এদিন বসেছিল নহবতও। 14 নভেম্বর থেকে প্রতিদিন রাত 8 টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক (New Bengali Serial is Coming Soon)।

Last Updated : Nov 12, 2022, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.