ETV Bharat / entertainment

HBD Mithun Chakrabarty: জন্মদিনে মম'র হাতের পায়েস আয়েস করে খেলেন মিঠুন

author img

By

Published : Jun 16, 2023, 7:56 PM IST

মিঠুন চক্রবর্তীকে 'ডান্স বাংলা ডান্স'-এর আসরেই জন্মদিনের পায়েস খাওয়ালেন মমতা শঙ্কর ৷ আগামী 17 জুন আসছে সেই পর্ব ৷

HBD Mithun Chakrabarty
মিঠুনকে জন্মদিনের পায়েস খাওয়ালেন মমতা

কলকাতা, 16 জুন: ডিস্কো ডান্সারের শুভ জন্মদিন আজ। এমনিতে নিজের বার্থ ডে সেলিব্রেট করতে পছন্দ করেন না তিনি । তাই সামাজিক মাধ্যম ঘাটলেও তাঁর কেক কাটিং পর্বের তেমন কোনও ছবি পাওয়া যায় না ৷ তবে, এবারের জন্মদিনটা তাঁর একটু হলেও অন্যরকম । আর সেটা অন্যরকম করে তুলবে তাঁর ভালোবাসার 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চ । সেই পর্ব দর্শক দেখবে 17 জুন ।

Mithun Chakrabarty
হামটি আসবে মিঠুমদার রূপে আর দীপান্বিতা সাজবে যোগিতা বালি

মহাগুরুর বার্থডে সেলিব্রেশনের সেই শ্যুটিং হয়ে গিয়েছে দিনকয়েক আগেই । তাঁর জন্য জন্মদিনের পায়েস রান্না করে এনেছিলেন মমতা শঙ্কর । আর সেই পায়েস মিঠুন চক্রবর্তী খেলেন আয়েস করে । পাক্কা 46 বছর পর 'প্রজাপতি'র ডানায় ভর করে ফের পর্দায় মিলেছিলেন দু'জনে । 1976 সালে মুক্তি পায় মৃণাল সেন পরিচালিত 'মৃগয়া' । ভাগবতী চরণ পানিগ্রাহী রচিত ছোটগল্প 'শিকার'-এর উপর ভিত্তি করে নির্মিত সেই ছবি ।

HBD Mithun Chakrabarty
ডান্স বাংলা ডান্সের এই পর্বে থাকছেন রাজ চক্রবর্তী

ছবিতে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আর তার সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে ৷ একইসঙ্গে রয়েছে 1920 সালের ভারতীয় ভূস্বামীদের শোষণের ছবিও । ছবিতে স্বামী-স্ত্রী'র ভূমিকায় দেখা গিয়েছিল দু'জনকে । 'প্রজাপতি'তে অবশ্য তাঁদের সম্পর্কের রসায়ণ অন্যরকম । দু'জনেই এই ছবি ঘিরে ভীষণ আবেগী । সহ অভিনেতাকে দীর্ঘ অনেক বছর পর এক ফ্রেমে পেয়ে খুশি দু'জনেই। আরও একবার নাচের মঞ্চে একে অপরকে পাশে পেয়ে খুশি ইন্ডাস্ট্রির মমদি এবং মিঠুনদা ।

HBD Mithun Chakrabarty
মিঠুনকে জন্মদিনের পায়েস খাওয়ালেন মমতা শঙ্কর
HBD Mithun Chakrabarty
ডান্স বাংলা ডান্সের এই পর্বে থাকছেন রাজ চক্রবর্তী

আরও পড়ুন: হাজারো সম্মান, কিছু বিতর্কও ! পর্দায় মিঠুন মানেই ম্যাজিক

'ডান্স বাংলা ডান্স'-এর আসন্ন পর্বে থাকছে উৎসবের আমেজ । কারণটা একটাই প্রিয় এম জি'র জন্মদিন । আছে নানান চমক । মঞ্চে থাকছেন মীর , রাজ চক্রবর্তী ও মমতা শঙ্কর । হামটি সাজবে মিঠুমদা ও দীপান্বিতা সাজবে যোগিতা বালি । ভাবা যায়! তাদের নাচে সকলে হবে আনন্দে আত্মহারা । স্নেহাশ্রিতার, প্রিয়াঙ্কা, দিশা তাদের নাচের জাদুতে মন মাতাবে দর্শক থেকে বিচারকের । মমতা শঙ্করের পুত্রবধূকেও এদিন নৃত্য পরিবেশন করতে দেখা যাবে মঞ্চে । সব মিলিয়ে জমজমাট পর্ব আসতে চলেছে এই সপ্তাহে । ওদিকে চলতি বছরেই ওটিটি-তে রিলিজ করেছে মিঠুন চক্রবর্তী অভিনীত হিন্দি ছবি 'বাপ'।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.