ETV Bharat / entertainment

Dona Ganguly: ছোটদের নাচ দেখতে মঞ্চে এবার ডোনা

author img

By

Published : Oct 20, 2022, 12:30 PM IST

টিভি রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'র (Dance Dance Junior Season 3) মঞ্চে এ বার হাজির প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)।

Dona Ganguly is special guest in Dance Dance Junior Season 3
ছোটদের নাচ দেখতে মঞ্চে এবার ডোনা

কলকাতা, 20 অক্টোবর: ছোটদের ডান্স ক্যারিশ্মা দেখতে প্রায় প্রতি সপ্তাহেই বিশেষ অতিথিরা (Special guest) হাজির থাকেন 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'র (Dance Dance Junior Season 3) মঞ্চে । প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যিশু সেনগুপ্ত, কোয়েল মল্লিক, সৃজলা গুহ, মৌনি রায় - কে আসেননি এই মঞ্চে ? আর এ বার ছোটদের নাচ চাক্ষুষ করতে হাজির থাকবেন প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। তাঁর আরও একটি পরিচয় সকলেরই জানা । তিনি বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘরণী ।

এই সপ্তাহেই 'ডান্স ডান্স জুনিয়র'-এর মঞ্চে হাজির থাকবেন তিনি । ইতিমধ্যেই হাজির হয়েছে প্রোমো । ছোটদের সঙ্গে এ দিন পা মেলাবেন তিনিও । প্রোমোতেই জানা যায় যে, তিনি নিয়মিত দেখেন এই নাচের শো । সকলের নাচই ভালো লাগে তাঁর । কে বিজয়ী হবেন জানা নেই ৷ তবে সকলেই ভালো নাচে এবং নিজের জায়গায় তারা সুপারস্টার, তা তিনি বললেন সর্বসমক্ষেই । এতদিন তিনি টিভির পর্দায় দেখেছেন সকলের নাচ । আর এ বার সামনাসামনি দেখে আরও কী কী মতামত তিনি ব্যক্ত করেন সেটাই দেখার পালা ।

Dona Ganguly is special guest in Dance Dance Junior Season 3
ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি-তে ডোনা

আরও পড়ুন: জুনিয়রদের নাচের মঞ্চে এবার সৃজলার বেলি ডান্স !

প্রসঙ্গত, বেশ কিছুদিন অসুস্থ ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় । ভুগছিলেন চিকুনগুনিয়ায় । এখন বেশ খানিকটা সুস্থ তিনি । অসুস্থ হওয়ার আগেই সেরে এসেছেন 'ডান্স ডান্স জুনিয়র'-এর শ্যুটিং । এই সপ্তাহে ঘরে বসেই সেই পর্ব দেখবেন মহারাজ ঘরণী । যা টিভির পর্দায় দেখা যাবে এই শনি ও রবিবার রাত সাড়ে 9 টায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.