ETV Bharat / entertainment

Srijala Guha: জুনিয়রদের নাচের মঞ্চে এবার সৃজলার বেলি ডান্স !

author img

By

Published : Oct 12, 2022, 1:39 PM IST

'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'-এর (Dance Dance Junior Season 3) মঞ্চে অতিথি বিচারক হিসেবে আসছেন অভিনেত্রী সৃজলা গুহ (Srijala Guha)৷ জুনিয়রদের নাচের মঞ্চে বেলি ডান্স করতে দেখা যাবে তাঁকে ৷

Srijala Guha to rock Dance Dance Junior Season 3
জুনিয়রদের নাচের মঞ্চে এবার সৃজলার বেলি ডান্স !

কলকাতা, 12 অক্টোবর: ক'দিন আগেই শেষ হয়েছে দর্শকের প্রিয় ধারাবাহিক 'মন ফাগুন'। হঠাৎ করে শেষ হয়ে যাওয়ায় বেশ খেপচুরিয়াস হয়ে ওঠে দর্শককূল । প্রিয় পিহু আর ঋষিকে আচমকা বিদায় জানাতে রাজি ছিল না দর্শক । তারা যে বাংলা টেলিভিশনের সেরা রোম্যান্টিক জুটি ছিল । তাদের জুটিকে ফের টিভির পর্দায় ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছিল অনেকেই । কিন্তু এখনও তেমন কোনও খবর নেই কোনও চ্যানেলের তরফেই । তবে হ্যাঁ, দুধের সাধ ঘোলে মেটানোর একটা খবর আছে বৈকি । 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'-এর মঞ্চে আগমন ঘটতে চলেছে পিহু রানির থুড়ি সৃজলা গুহর (Srijala Guha)। অতিথি বিচারকের আসনে থাকছেন তিনি । চ্যানেলের সাম্প্রতিক প্রোমো দিয়েছে সেই খবর ।

জানা গিয়েছে, প্রতিযোগী অনুব্রতর সঙ্গে বেলি ডান্সে মেতে উঠবেন অভিনেত্রী সৃজলা । সৃজলার নৃত্যশৈলীর ব্যাপারে খুব ভালোই জানে তাঁর ভক্তকূল । একইসঙ্গে সৃজলা লেখিকাও বটে । সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর কলমে একটি বই । এ হেন সৃজলা এ বার বেলি ডান্সে মঞ্চ মাতাতে আসছেন সকলের মাঝে । লাল পোশাকে অনন্যা তিনি । বলা বাহুল্য, ডান্স ডান্স জুনিয়রের মঞ্চ এ দিন হবে আরও জমজমাট । বিচারকদের সেরা বিচার আর তার সঙ্গে ভাসান বাপির হাস্যকৌতুক, সব মিলিয়ে বেশ ভালো সাড়া ফেলেছে এই সিজন ।

Srijala Guha to rock Dance Dance Junior Season 3
সৃজলা গুহ

আরও পড়ুন: অপুর কাছে কলকাতা মানে ফুচকা আর মাটির ভাঁড়ে চা !

প্রসঙ্গত, ভাসান বাপি অর্থাৎ রোহন ভট্টাচার্য আবার সৃজলার প্রাক্তন প্রেমিক । দিনকয়েক আগেই ভেঙে যায় তাঁদের রিয়েল লাইফ জুটি । আর তা নিয়ে চর্চাও শুরু হয় সোশ্যালে । অনেকের মতে, এই ভাঙনের কারণ ঋষিরাজ সেনশর্মা থুড়ি শন বন্দ্যোপাধ্যায় । কারণ 'মন ফাগুন' ধারাবাহিকে শন-সৃজলার ধুন্ধুমার জুটি সাড়া ফেলে দর্শকমহলে । ইস্মার্ট জোড়িতে নাচের মাধ্যমে ঘনিষ্ঠ হন শন-সৃজলা । আর এর পরপরই রোহন-সৃজলার ভাঙনের খবর আসে সামাজিক মাধ্যমে । নেট নাগরিকবৃন্দ দুইয়ে দুইয়ে চার করতে সিদ্ধহস্ত । রোহন-সৃজলার ভাঙনের কারণ হিসেবে তাঁরা ধরে নেয় শন-সৃজলার জুটিকে । রোহন এবং সৃজলা কেউই চাননি তাঁদের সম্পর্ক নিয়ে কোনও চর্চা হোক । অভিনেতা সামাজিক মাধ্যমে সাফ জানান, এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার । তাঁরা দুজনেই দুজনকে সম্মান করেন । এ বার ফের তাঁদের মোলাকাত ছোটদের নাচের মঞ্চে । সৃজলাকে কী বলবেন বাপি থুড়ি রোহন ? আর সৃজলাও কী বললেন তাঁকে তা জানার আগ্রহ থাকবে দর্শকের মধ্যে, তা বলার অপেক্ষা রাখে না ।

Srijala Guha to rock Dance Dance Junior Season 3
জুনিয়রদের নাচের মঞ্চে সৃজলা

চলতি সপ্তাহের 15 এবং 16 তারিখ তাই চোখ রাখুন 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'-তে, রাত সাড়ে 9 টায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.