ETV Bharat / entertainment

Chokher Bali on Stage: মঞ্চে চোখের বালি, বিনোদিনীর চরিত্রে অবন্তিকা

author img

By

Published : May 1, 2023, 5:16 PM IST

Chokher Bali on Stage ETV Bharat
Chokher Bali on Stage

আগামী শনিবার মঞ্চস্থ হতে চলেছে চোখের বালি ৷ বিনোদিনীর চরিত্রে দেখা যাবে রসগোল্লা খ্যাত অবন্তিকা বিশ্বাসকে ৷ আর মহেন্দ্র চরিত্রে থাকবেন শুভঙ্কর মারিক ।

কলকাতা, 1 মে: আগামী 6মে শনিবার 'নির্মুখ'-এর প্রযোজনায় 'চোখের বালি' মঞ্চস্থ হতে চলেছে । যোগেশ মাইম অ্যাকাডেমিতে সন্ধ্যা 6:40-এ মঞ্চস্থ হবে এই নাটক । যেখানে অভিনয় করতে দেখা যাবে 'রসগোল্লা' খ্যাত অভিনেত্রী অবন্তিকা বিশ্বাস এবং নাট্যব্যক্তিত্ব তথা অভিনেতা শুভঙ্কর মারিককে । বিনোদিনীর চরিত্রে অভিনয় করবেন অবন্তিকা । আর মহেন্দ্রর চরিত্রে শুভঙ্কর মারিক ।

ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 'চোখের বালি'র প্রসেনজিৎ এবং ঐশ্বর্যর জুটিকে দর্শক যে রকম পছন্দ করেছিল, ঠিক তেমনই এই নাটকের জুটি মহেন্দ্র - বিনোদিনী থুড়ি শুভঙ্কর ও অবন্তিকার জুটিও মানুষের মন কেড়ে নেবে, এমনটাই আশা করেছেন এই নাটকের নির্দেশক আকাশ গলুই । তাঁর মতে, ফিল্মের বহু বছর পর 'চোখের বালি'র নাট্যরূপ দেখতে চলেছে দর্শক । আর ঠিক এই কারণে দর্শকের অনেক প্রত্যাশা থাকবে ।

এই নাটকে অন্যান্য সব চরিত্রে অভিনয় করছেন দেবাশিস মিশ্র (বিহারী), ত্রিপর্ণা দাস (আশালতা)। এ ছাড়াও রয়েছেন বাণী মণ্ডল রাজলক্ষ্মী এবং চন্দনা রায়কে দেখা যাবে অন্নপূর্ণার চরিত্রে ।

প্রসঙ্গত, মে মাসেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন । এ মাসেই দিকে দিকে পালিত হয় নানা রঙের সাংস্কৃতিক অনুষ্ঠান । রবীন্দ্র জয়ন্তীর তিনদিন আগেই মঞ্চস্থ হবে এই অনুষ্ঠান । সব মিলিয়ে এই নাটকটি একটি অন্য মাত্রা পেতে চলেছে । রবি ঠাকুরের জন্ম মাসে এমন একটা নাটক উপহার পাওয়া বাঙালির কাছে এক অন্যতম প্রাপ্তি বলা যেতে পারে ।

বলাবাহুল্য, 'রসগোল্লা' মুক্তি পাওয়ার পর থেকেই বাঙালি দর্শকের মনে অবন্তিকাকে ঘিরে একটা আগ্রহ রয়েই গিয়েছে । তবে, সেইভাবে তাঁকে আর ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেখা যায়নি । মঞ্চ নিয়েই এই মুহূর্তে ব্যস্ত তিনি । নির্দেশনায় মন দিয়েছেন । এ বার মঞ্চে বিনোদিনীর চরিত্রে কীভাবে তিনি নিজেকে মেলে ধরেন সেটাই দেখার । নাটক ও নির্দেশনায় থাকছেন আকাশ, আবহ সঙ্গীতে শুভঙ্কর এবং আলোকসজ্জায় শানু ।

আরও পড়ুন: স্ট্রিট হিপ-হপ ডান্সারদের সঙ্গে ছবির প্রথম গান উদযাপনে টিম 'আবার বিবাহ অভিযান'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.