ETV Bharat / entertainment

Vivek Agnihotri: অস্কার লাইব্রেরিতে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির চিত্রনাট্য! 'আনসাং হিরো'দের কাহিনী সংগৃহীত

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 6:32 PM IST

বৃহস্পতিবার পরিচালক বিবেক অগ্নিহোত্রী সোশাল মিডিয়ায় অস্কার একাডেমি থেকে প্রাপ্ত একটি মেইলের স্ক্রিনশট শেয়ার করেছেন ৷ পরিচালক জানিয়েছেন 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির স্ক্রিপ্ট অস্কার লাইব্রেরির সংগ্রহশালায় আমন্ত্রিত এবং গৃহীত হয়েছে।

Etv Bharat
অস্কার লাইব্রেরিতে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির চিত্রনাট্য

হায়দরাবাদ, 12 অক্টোবর: 'দ্য কাশ্মীর ফাইলস' বক্সঅফিস কাঁপালেও মুখথুবড়ে পড়েছে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ৷ বিবেক অগ্নিহোত্রি পরিচালিত এই ছবি সাফল্য না পেলেও দর্শকদের নজর কেড়েছে ৷ অস্কারেও জায়গা পেয়েছে দ্য ভ্যাকসিন ওয়ার ৷ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে পরিচালক জানিয়েছেন, অস্কার লাইব্রেরির কালেকশন জায়গা পেয়েছে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির স্ক্রিপ্ট ৷

ইন্সটাগ্রামে পরিচালক মেইলের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যা এসেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সংস্থার পক্ষ থেকে ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আমি গর্বিত যে দ্য ভ্যাকসিন ওয়ার-এর চিত্রনাট্যকে আমন্ত্রণ জানানো হয়েছে ও গ্রহণও করা হয়েছে অস্কারের লাইব্রেরি বিভাগের অ্যাকাডেমি কালেকশনে ৷ আমি সত্যি খুশি এটা জেনে যে দশকের পর দশক সাধারণ মানুষ অতিমারির সময়ে ভারতের হিরোদের গল্প জানতে পারবে, পড়তে পারবে ৷"

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বিবেক জানিয়েছিলেন, লকডাউনে যখন কাশ্মীর ফাইলস ছবির শুটিং বন্ধ ছিল তখন থেকেই তিনি আইসিএমআর ও এনআইভি-র বিজ্ঞানীদের সঙ্গে রিসার্চ করা শুরু করেছিলেন ৷ এই সংস্থার বিজ্ঞানীরাই ভারতে কোভিডের ভ্যাকসিন তৈরি করেছিলেন ৷ পরিচালক জানিয়েছিলেন, বিজ্ঞানীদের এই লড়াই শুধু মাত্র অতিমারির বিরুদ্ধে বা বিদেশী এজেন্সিগুলোর সঙ্গে ছিল না ৷ লড়াই ছিল নিজেদের লোকেদের সঙ্গেও ৷ তিনি বলেন, " হ্যাঁ, আমরা জিতেছি ৷ সবচেয়ে দ্রুত, নিরাপদ ও কমদামের ভ্যাকসিন আমাদের বিজ্ঞানীরা তৈরি করতে পেরেছেন ৷ আমার মনে হয়, ভারতের এই সুপারহিরোদের জার্নি ও লড়াই জানা উচিত সকলের ৷ প্রত্যেক ভারতবাসীও এই সুপারহিরোদের নিয়ে গর্ব অনুুভব করে ৷"

আরও পড়ুন: টানা 8 মিনিট যুদ্ধের দৃশ্য শুট করেছেন কার্তিক, প্রশংসা নেটপাড়ায়

'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবিতে নানা পটেকর, অনুপম খের, রাইমা সেন, পল্লবী জোশি ও সপ্তমী গোড়য়াকে দেখা গিয়েছে প্রধান চরিত্রে ৷ অতিমারির সময়ে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, যাঁরা মাত্র সাত মাসের মধ্যে অতিমারির ভ্যাকসিন হিসাবে কো-ভ্যাক্সিন তৈরি করেছিলেন, তাঁদের জার্নি তুলে ধরা হয়েছে 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.