ETV Bharat / entertainment

Prosenjit Web Series: কবে আসছে বুম্বাদার হিন্দি সিরিজ 'জুবিলি' ?

author img

By

Published : Mar 17, 2023, 6:38 PM IST

7 এপ্রিল স্ট্রিমিং শুরু হতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের হিন্দি ওয়েব সিরিজ 'জুবিলি'র ৷ শুক্রবার এমনটাই জানালেন নির্মাতারা (Prosenjit Chatterjee Prime Video series Jubilee )৷

Prosenjit Web Series
এপ্রিলেই আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের হিন্দি ওয়েব সিরিজ জুবিলি

মুম্বই, 17 মার্চ: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিন্দি ওটিটিতে পা রাখছেন 'জুবিলি' সিরিজের এই খবর তেমন নতুন কিছু নয় ৷ কবে আসবে এই সিরিজ তার জন্য়ই অপেক্ষায় ছিলেন দর্শকরা ৷ এবার সামনে এল এই সিরিজের অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ৷ বিক্রমাদিত্য মাটওয়ানি পরিচালিত এই সিরিজে দেখা যাবে এক ঝাঁক তারকাকে ৷ থাকছেন অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, ওয়ামিকা গাব্বি, সিদ্ধান্ত গুপ্ত, নন্দীশ সান্ধু এবং রাম কাপুরের মতো অভিনেতা-অভিনেত্রীরা (Prosenjit Chatterjee Prime Video series Jubilee ) ৷

'জুবিলি' তুলে ধরবে ভারতীয় সিনেমার একটি কাব্যিক গল্প ৷ প্রাইম ভিডিয়োর ইন্ডিয়া অরজিনালসের প্রধান অপর্ণা পুরোহিত তাঁর একটি বিবৃতিতে জানিয়েছেন, এই দশ পর্বের সিরিজ তুলে ধরবে তিন তরুণের গল্প ৷ যাঁরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে চায় ৷ সর্বোপরি সিনেমার ম্যাজিককে তুলে ধরতে চলেছে এই কাহিনি ৷ থাকছে প্রেম, ঈর্ষা, বিশ্বাসঘাতকতাও ৷ নির্মাতাদের দাবি, এই সিরিজে অমিত ত্রিবেদী যে গান লিখেছেন এবং বিক্রমাদিত্য যে সৃজনশীলতার নজির রেখেছেন তা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সিনেমার স্বর্ণযুগে ৷

নির্মাতারা আরও জানিয়েছেন 'জুবিলি'র প্রথম পাঁচটি পর্ব মুক্তি পাবে 7 এপ্রিল ৷ তবে বাকি পর্বগুলির জন্য় দর্শককে কিছুটা অপেক্ষা করতে হবে ৷ বাকি পর্বগুলি মুক্তি পাবে 14 এপ্রিল ৷ প্রাইম ভিডিয়োর এই সিরিজটি দেখার জন্য় আপাতত মুখিয়ে রয়েছেন বুম্বাদার ফ্য়ানেরা ৷ সিরিজ নিয়ে বলতে গিয়ে পরিচালক বিক্রমাদিত্য বলেন, "দুরন্ত ক্রু, অসামান্য স্টুডিয়ো আর কিছু অসাধারণ অভিনেতাদের সঙ্গে এটা একটা অবিশ্বাস্য় যাত্রা ছিল ৷ সিরিজের জন্য় কাটানো প্রতিটা দিন দারুণ আনন্দ করে কেটেছে ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সুপার সিঙ্গারের মঞ্চে আসছেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি

240টি দেশে প্রাইম ভিডিয়োর দর্শকরা দেখতে পাবেন এই সিরিজ ৷ অন্যদিকে বুম্বাদার কথা বলতে গেলে তাঁর ঝুলিতে এই মুহূর্তে আরও কয়েকটি কাজ রয়েছে ৷ খুব তাড়াতাড়ি পরিচালক অতুনু ঘোষের 'শেষপাতা' ছবির হাত ধরে বাংলাতেও পর্দায় ফিরতে চলেছেন তিনি ৷ তাঁকে শেষ পর্দায় দেখা গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের 'কাবেরী অন্তর্ধান' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.