ETV Bharat / entertainment

Sumitra Sen: অবস্থা সংকটজনক, অসুস্থ সুমিত্রাকে আজ বাড়ি নিয়ে আসছেন দুই মেয়ে

author img

By

Published : Jan 2, 2023, 9:50 AM IST

Updated : Jan 2, 2023, 10:03 AM IST

গুরুতর অসুস্থ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন(Veteran Artist Sumitra Sen is Critically ill) ৷ আপাতত তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করানোরই সিদ্ধান্ত নিয়েছে পরিবার ৷

Etv Bharat
গুরুতর অসুস্থ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন

কলকাতা,2 জানুয়ারি: রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের অবস্থা সংকটজনক(Veteran Artist Sumitra Sen is Critically ill) ৷ চিকিৎসকদের কথা অনুযায়ী, বর্ষীয়ান এই শিল্পী ভুগছেন ব্রঙ্কোনিউমোনিয়ায় ৷ এবছর নব্বইতে পা দিতে চলেছেন শিল্পী তাই সুমিত্রা সেনের শারীরিক পরিস্থিতি নিয়ে এখন আশঙ্কায় অনুরাগীরা (Veteran Artist Sumitra Sen Health Update)৷ রবীন্দ্রসঙ্গীতের জগতে সুমিত্রা শুধু পরিচিত নন একজন কিংবদন্তি বললেও মোটেই বেশি বলা হয় না ৷

শিল্পীর দুই কন্যা শ্রাবণী সেন এবং ইন্দ্রাণী সেনও রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে প্রথিতযশা নাম ৷ শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ার কারণে গত 21 ডিসেম্বর দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুমিত্রাকে ৷ বর্ষীয়ান শিল্পীর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা । এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে মেয়ে ইন্দ্রাণী সেনকে ফোন করা হলেও সাড়া মেলেনি । তবে তাঁর ছোট মেয়ে শ্রাবণী জানান, শিল্পীর পরিস্থিতি খুব গুরুতর ৷ তাও তাঁকে এখন বাড়িতে এনে চিকিৎসা করানোর সিদ্ধান্তই নেওয়া হয়েছে পরিবারের তরফে ৷ আজই তাঁকে বাড়ি ফিরিয়ে আনছেন পরিবারের সদস্য়রা ৷
আরও পড়ুন: ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনের ঘটনার তদন্তে রাঁচি গেল রাজ্য পুলিশ
রবীন্দ্রসঙ্গীতের জগতে সুমিত্রা সেন একটি অতি পরিচিত নাম ৷ 'ওলো সই ওলো সই', 'সখী ভাবনা কাহারে বলে' কিংবা 'মধুর মধুর ধ্বনি বাজে'-এর মতো একাধিক রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে তাঁর কণ্ঠ আজও শ্রোতাদের কানে অমর ৷ 2011 সালে রবীন্দ্র সদনের দায়িত্ব পান তিনি ।

Last Updated :Jan 2, 2023, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.